পিয়ালী দাস,বীরভূমঃ
বীরভূম জেলা পুলিশের জেলা জুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ এর প্রচার মানুষের ওপর প্রভাব ফেলেনি এদিনে দুর্ঘটনা তা আরেকবার প্রমান করে দিল।একে দ্রুত গতি তার উপর মাথায় হেলমেট নেই।আর তাতেই কেড়ে নিল দুই তরতাজা প্রাণ।
ঘটনাটি ঘটেছে মুরারইয়ের পাইকর থানার ভাগাইল গ্রামে।মৃতদের বাড়ি পাইকর থানার অন্তর্গত মিত্রপুর গ্রামের মিঞা পাড়ায়।সোমবার সকালে মিত্রপুর উচ্চবিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র দানেশ মিঞা তাঁর দুই বন্ধুকে নিয়ে সকাল বেলায় স্কুটিতে চড়ে পাইকরে টিউশন পড়তে যাচ্ছিল। তারা প্রচন্ড গতিতে স্কুটি চালিয়ে যাচ্ছিল।সেই সময় ভাগাইল গ্রামের কাছে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মহেশপুর- রঘুনাথগঞ্জ রুটের একটি বেসরকারি বাসে সজোরে ধাক্কা মারে স্কুটিটি।ঘটনাস্থলেই দানেশ মিঞার (১৭) মৃত্যু হয়।
আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে আহত ৪
আশঙ্কাজনক অবস্থায় নিয়ে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে আসার পথে জুবাইদ খানের (১৭) মৃত্যু হয়।জুবাইদ খানের বাবা এহসান খান একজন রাজমিস্ত্রী।ওপর একজন সাইদুল ইসলাম ওরফে আরিয়ানকে প্রথমে পাইকর স্বাস্থ্যকেন্দ্র,তারপরে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়।
তারপর তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে পিজি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয়।স্থানীয় সূত্রে জানা যায় তিনজনেই পড়াশোনায় ভালো ছিল।মৃত দুইজনই কৃষক পরিবারের।এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584