নির্যাতিতা বৃদ্ধার আর্তিতে সাড়া দুই ছাত্রীর

0
49

শ্যামল রায়,কালনাঃ

কালনায় নান্দাই গাব তলায় স্বামীর হাতে রক্তাক্ত হয়ে চলন্ত বাসে উঠে সাহায্য  চাইছেন একজন আহত বৃদ্ধা।

Two students help tortured old lady
চিকিৎসাধীন আহত বৃদ্ধার পাশে সাহায্যকারীরা।নিজস্ব চিত্র

ওই বৃদ্ধার আর্তি ছিল আমাকে বাঁচান এবং আমাকে চিকিৎসার ব্যবস্থা করুন। আর বাস ভর্তি যাত্রী সকলেই নীরব দর্শক।তারা যেন কোন অদৃশ্য শক্তির কু-প্রভাবে সকলেই এক সঙ্গে নিমেষেই বাক শক্তি হারিয়ে ফেলেছেন।

আবার কোন কোন যাত্রী তো রক্তাক্ত বৃদ্ধাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ভিখারি তাড়ানোর কায়দায় কপালে হাত ঠেকাচ্ছেন।

সেই সময় দুই ছাত্রী এগিয়ে এসে জানতে চায়,তাঁর কি হয়েছে?

হাতে চাঁদ পাওয়ার মতো বৃদ্ধা বলেন,স্বামীর মারে সে গুরুতর আহত।এখন তার চিকিৎসার প্রয়োজন,তোমার কি আমাকে একটু সাহায্য করবে ?

এই কথা শোনার পর ছাত্রীরা নিজেরাই উদ্যোগ নিয়ে হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানেই বৃদ্ধার চিকিৎসা চলছে।ঘটনাটি বুধবার সকালের দিকে কালনা থানার নান্দাই গাবতলার।

প্রতিদিনের মতো সমুদ্রগড় রেল বাজারের মৌসুমী বসাক ও শুক্লা বসাক  বাসে করে ধাত্রীগ্রামে যাচ্ছিল পড়তে। মাঝপথে নান্দাই গাবতলা থেকে বাসে ওঠেন  সেখানকার স্থানীয় বাসিন্দা রক্তাক্ত ভাগ্যবতী ঘোষ নামের বৃদ্ধাটি।

আরও পড়ুনঃ মৃত সাফাইকর্মীর পরিবারকে আর্থিক সাহায্যের দাবি

ছাত্রীরা জানায়,কাউকে ওই বৃদ্ধাকে সাহায্য করতে দেখে আমরাই এগিয়ে যাই।তখন কয়েক জন যাত্রী জ্ঞান দেওয়ার সুরে পুলিশ কেসের ভয় দেখিয়ে আমাদের বিরত করতে চান।আমরা ভীত হয়ে সমুদ্রগড় রেলবাজারের দুই সমাজকর্মী শুভঙ্কর  সাহা ও জসিম শেখকে ফোন করি।মূলত তাদের ভরসা সহযোগিতায় বৃদ্ধার চিকিৎসার ব্যবস্থা করা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here