উদ্যোগ নিয়ে করোনা সন্দেহে দু’জনকে হাসপাতালে ভর্তি করলো পুলিশ

0
118

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা আতঙ্কে বিন্দুমাত্র বেনিয়ম দেখলেই তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। একই দিনে পর্ণশ্রী এবং ধর্মতলা থেকে দু’জনকে হাসপাতালে ভর্তি করাল পুলিশ।

two suspect coronavirus patients admitted in hospital | newsfront.co
প্রতীকী চিত্র

সূত্রের খবর, মার্চেন্ট নেভিতে কর্মরত পিনাকী ব্যানার্জি ২১ মার্চ বিমানে করে মুম্বই থেকে কলকাতায় আসে। আসার পর সে তার নিজের বাড়ি না গিয়ে তার দিদির একটি ফাঁকা ফ্ল্যাটে হোম কোয়ারেন্টাইনে থাকতে শুরু করেন। তাঁর দাবি, অনেক চেষ্টা করেও কোন গাড়ি না পাওয়ায় হাসপাতালে পরীক্ষা করতে যেতে পারেননি।

আরও পড়ুনঃ সংক্রমন ঠেকাতে নাকাবন্দী খড়্গপুর রেল স্টেশন চত্বর

এর ফলে সেই ফ্ল্যাটের আবাসিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। আবাসিকরা স্থানীয় কাউন্সিলর সহ স্থানীয় থানার পুলিশকে বিষয়টি জানায়। স্থানীয় কাউন্সিলরের তৎপরতায় পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পর্ণশ্রী থানা পুলিশ আজ বিকেলে সেই ব্যক্তিকে একটি অ্যাম্বুলেন্সে করে এম আর বাঙ্গুর হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।

একইভাবে সোমবার সকালে ধর্মতলা থেকে এক অসমের বাসিন্দা যুবককে হাসপাতালে ভর্তি করায় পুলিশ। বাসস্ট্যান্ডে ওই যুবক অসুস্থ বোধ করে। জানা যায়, জ্বর নিয়ে আসা কেরল থেকে ওই যুবক রবিবার কলকাতা ফেরে।

এদিন উত্তরবঙ্গে যাবার জন্য অসমের যুবকটি ধর্মতলায় এল-২০ বাস স্ট্যান্ডে আসে। তারপরেই অসুস্থ হয়ে ধর্মতলা ওই বাসস্ট্যান্ডে শুয়ে পড়ে। খবর যায় কলকাতা পুলিশের কাছে। কলকাতা পুলিশের একটি অ্যাম্বুলেন্স এসে অসমের বাসিন্দা যুবকটিকে উদ্ধার করে বেলেঘাটা আইডিতে নিয়ে যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here