নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
এবার কামারহাটি সাগর দত্ত হাসপাতালে করোনা আক্রান্ত হলেন দুই সাফাইকর্মী। এরা দু’জনেই কামারহাটির ১ নম্বর ওয়ার্ডের ব্যানার্জিবাগানের বাসিন্দা।কয়েকদিন যাবৎ তাঁরা জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। সেই অনুযায়ী পরীক্ষা করা হলে করোনা পজিটিভ আসে। ১৭ জন ডাক্তার সহ ৩৬ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আজ, শুক্রবার গোটা হাসপাতালে স্যানিটাইজ করা হবে।
জানা গিয়েছে, এই দুই সাফাইকর্মী সম্পর্কে ভাই, বোন। যেহেতু তাঁরা আল্ট্রা সোনোগ্রাফি বিভাগে কাজ করতেন, তাই এই বিভাগ ৭ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য বিভাগগুলি খোলা থাকছে।
আরও পড়ুনঃ ভিন রাজ্য থেকে ফিরলেও কনটেনমেন্ট জোনে প্রবেশ নিষেধ
হাসপাতালের সুপার পলাশ দাস বলেন, “আক্রান্ত ভাই, বোন ঘিঞ্জি বস্তি এলাকায় থাকতেন। ছোট ছোট একচালা ঘরে গা ঘেঁষাঘেষি করে ওই ৪-৫ জন বাস করেন। ওই এলাকার বাসিন্দাদের সাধারণ শৌচালয় ব্যবহার করতে হয়। তাই সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। ওই বস্তিতে সকলের টেস্ট করানোর চেষ্টা করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584