শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
যোগীরাজ্যের মুজফফর নগরের একটি স্কুলে ১৭ জন ছাত্রীকে প্র্যাক্টিকাল পরীক্ষার নামে স্কুলে ডেকে মাদক মেশানো খাবার খাইয়ে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠেছে স্কুলের এক শিক্ষক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। রাতভর তাদের উপর যৌন নিগ্রহ চালান দুই অভিযুক্ত। পরের দিন সকালে বাড়ি ফেরে ঐ ছাত্রীরা। ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক গ্রেপ্তার ও অন্যজন পলাতক।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দশম শ্রেণির ১৭ জন ছাত্রীকে রাতে স্কুলে যে খাবার দেওয়া হয় অভিযোগ, সেই খাবারে মাদক মেশানো ছিল। মাদক মিশ্রিত খাবার খেয়ে ছাত্রীরা অচেতন হয়ে পড়লে তাঁদের যৌন হেনস্তা করেন শিক্ষকেরা। বাড়িতে এই ঘটনা যাতে তারা না জানায় সেজন্য হুমকিও দেওয়া হয় তাদের। দুই ছাত্রী এই ঘটনার কথা বাড়িতে জানালে তাদের অভিভাবকরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে গেলে প্রথমে এফআইআর নিতে অস্বীকার করে পুলিশ এমনটাই অভিযোগ। এরপরে ওই দুই ছাত্রীর অভিভাবক স্থানীয় বিধায়কের সাহায্যে পুরকাজি থানায় অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুনঃ পরীক্ষা চলাকালে মধ্যপ্রদেশের মিশনারি স্কুলে হামলা চালালো বজরং দলের নেতা কর্মীরা
মুজফ্ফরনগরের পুলিশ সুপার অভিষেক যাদব জানিয়েছেন, ওই ছাত্রীরা প্রত্যেকেই দরিদ্র পরিবারের। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে প্রধান শিক্ষক যোগেশ চৌহান-কে গ্রেপ্তার করেছে পুলিশ ও অন্য শিক্ষক অর্জুন পলাতক বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। অভিযুক্তদের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584