শ্রীনগরে স্কুলে ঢুকে হামলা চালাল জঙ্গিরা, মৃত দুই শিক্ষক

0
76

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার সকালে স্কুলে গিয়েছিলেন শিক্ষকরা। অধ্যক্ষের ঘরে চলছিল বৈঠক। কিন্তু আচমকাই ছন্দ পতন ঘটল। স্কুলের গেট পেরিয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল একদল জঙ্গি। গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন অধ্যক্ষ-সহ দুই শিক্ষক।

Kashmir attack
ছবি সৌজন্যে : টাইমস অফ ইন্ডিয়া

ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে। সেখানকার একটি স্কুলেই হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলার খবর পাওয়া মাত্রই শ্রীনগরের ওই স্কুলে যান নিরাপত্তারক্ষীরা। কিন্তু জঙ্গিরা তত ক্ষণে স্কুল ছেড়ে পালিয়েছে। এরপর জঙ্গীরা কোথায় গেল? তা নিয়ে ধন্দে পুলিশ। এলাকায় কোনওভাবে তারা লুকিয়ে রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায় নিরাপত্তারক্ষী সূত্রে।

সেনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ শ্রীনগরের একটি স্কুলে হামলা চালায় জঙ্গিরা। গুলির আঘাতে নিহত দুই শিক্ষক শ্রীনগরের সঙ্গম সফকদলের বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে কর্মরত ছিলেন। তাঁদের মধ্যে নিহত একজন ছিলেন স্কুলের অধ্যক্ষ, অপরজন ছিলেন ওই স্কুলের শিক্ষক।

আরও পড়ুনঃ ভোররাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, মৃত কমপক্ষে ২০

শ্রীনগরের স্কুলে এহেন জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। নিহতদের আত্মার শান্তি কামনা করে টুইট করে তিনি। সেই টুইটে তিনি লেখেন, ‘আবার শ্রীনগরে জঙ্গি হামলা হল। এ বার একটি সরকারি স্কুলের দুই শিক্ষককে হত্যা করেছে জঙ্গিরা। এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক। আমি নিহত শিক্ষকদের আত্মার শান্তি কামনা করছি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here