দিল্লি থেকে আই লীগে দুই দল, কলকাতার মতো মুম্বাইতেও হচ্ছে সেন্টার অব এক্সিলেন্স

0
40

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

কলকাতায় আসন্ন আই লীগে নয়া দিল্লি থেকে অংশগ্রহণ করতে পারে দু’টি দল। এদিন ফেডারেশনের বৈঠকের পর এমনি সিদ্ধান্ত হল । ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান এটিকে’র সঙ্গে সংযুক্ত হয়ে খেলছে আইএসএল

Annual general body meeting | newsfront.co
ফাইল চিত্র

বাগানের পরিবর্তনে কোন দল খেলবে তার জন্য বিড ওপেন করবে ফেডারেশন, প্রফুল্ল প্যাটেল নিজে চান রাজধানী দিল্লিতে ফুটবলের প্রসার ঘটাতে, তাই এই সিদ্ধান্ত।

আরও পড়ুনঃ ফুটবল মাঠে ইচ্ছে করে কাশলেই খেতে হবে লাল কার্ড নির্দেশ এফএ-র

কলকাতা থেকে ইস্টবেঙ্গল যদি আইএসএল খেলে তাহলে দল কমবে না হলে দল বাড়বে। অন্যদিকে এদিনের বৈঠকে ঠিক হয়, কলকাতার পর এবার মুম্বইয়েও গড়ে উঠতে চলেছে এআইএফএফএ-র সেন্টার অব এক্সিলেন্স। উনিশ একর জমিতে তৈরি হবে এই সেন্টার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here