শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
কাল অর্থাৎ সোমবার থেকেই রাস্তায় নামছে ২০০০ বেসরকারি বাস। রবিবার পরিবহণ দপ্তরের সঙ্গে বেসরকারি বাস মালিক সংগঠনগুলির বৈঠকের পর এমনটাই জানিয়েছে। বাস মালিক সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় সোমবার থেকেই এই মুহূর্তে যে পরিমাণ বাস পরিষেবা দেওয়া হচ্ছে কলকাতায় তা আরো ৩০% বেড়ে যাবে। স্বাভাবিকভাবেই এর ফলে যাত্রীসাধারণের অনেকটাই সুবিধা হবে। বাসের মধ্যে জোর করে ঠেলাঠেলি করে উঠতে হবে না। সামাজিক দূরত্ব বৃদ্ধি কিছুটা হলেও মানা সম্ভব হবে।
এদিন বাস মালিক সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়, মূলত দুটি কারণের জন্য তারা এই মুহূর্তে সম্পূর্ণ বাস পরিষেবা দিতে পারছেন না। প্রথমত যেসব শ্রমিকরা বাড়ি গিয়েছিলেন তারা এখনও লকডাউন এর ফলে ফিরতে পারেনি। এছাড়াও দীর্ঘদিন ধরে অনেক বাস না চলায় বিকল হয়ে গিয়েছে ফলে এখনই সম্পূর্ণ বাস পরিষেবা দেওয়া সম্ভব নয়। তবে আগের তুলনায় বাড়ানো হবে অনেকটাই। অপরদিকে সূত্র মারফত জানা গিয়েছে চলতি মাসেই বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত নিতে পারে রেগুলেটরি কমিটির।
আরও পড়ুনঃ করোনা আবহে ৬০-৮০% রাস্তায় যাতায়াত বাড়ল বাইক স্কুটির, বেড়েছে বিক্রি
রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে, যে ৮ তারিখ থেকে রাজ্যের সব সরকারি ও বেসরকারি অফিস খুলে দেওয়া হবে। সরকারি অফিসে অবশ্য ৭০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা হবে। বেসরকারি অফিস খুলবে কী খুলবে না, খুললেও কত শতাংশ কর্মী নিয়ে কাজ করবে সেটা ঠিক করার ভার বেসরকারি সংস্থাদের ওপরেই ছেড়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এটাও জানানো হয়েছে সম্ভব হলে যেন বাড়ি থেকে কর্মীদের কাজ করতে বলা হয়। সরকারি কর্মচারীদের অবশ্য বলেই দেওয়া হয়েছে সপ্তাহে অন্তত তিনদিন তাঁদের অফিসে আসতেই হবে। কিন্তু সমস্যা বেড়ে চলেছে পরিবহণ ব্যবস্থা নিয়ে।
আরও পড়ুনঃ আগস্ট মাসের পর খুলবে স্কুল: কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী
বাসমালিকদেরও দাবি, সোমবার থেকে রাস্তায় অন্তত ২৫ থেকে ৩০ শতাংশ বেসরকারি বাস চলাচল করবে। কিন্তু এখনও কলকাতার বুকে শতকরা ১০ শতাংশও বেসরকারি বাস নামেনি, সেখানে সোমবার ৩০ শতাংশ বাস রাস্তায় নেমে যাবে এটা ভেবে নেওয়া খুব সহজ হবে না। অনেকেই মনে করছেন, সোমবার বিস্তর মানুষের হয়রানি হতে চলেছে। বাস মালিকদের কথা অনুযায়ী, ২০০০ বাস কলকাতার রাস্তায় সোমবার চলতে দেখা যাবে। তাঁরা জানান, ক’দিন চালানোর পরই বুঝে যাবেন ক্ষতির পরিমাণ বাড়ছে কিনা, ফলে ভাড়া না বাড়ালে ফের বসিয়ে দেওয়া হতে পারে বেসরকারি বাস-মিনিবাস।
এ প্রসঙ্গে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘সোমবার রাস্তায় ২৫-৩০ শতাংশ বাস নামাব। কিন্তু যাত্রী তো হচ্ছে না। যাত্রী বুঝেই ঠিক হবে ভবিষ্যতে কত বাস নামবে।’ আবার বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, ‘বাস নামানোর বিষয়ে প্রচুর মালিক এবং চালকের উৎসাহ রয়েছে। কিন্তু দিনশেষে বোঝা যাবে আদৌও তাদের রোজগার হল কি না!’ অটো ট্যাক্সি সংগঠনের নেতারা জানিয়েছেন, সোমবার গাড়ি বেশি রাস্তায় নামবে। তবে পরিস্থিতি দেখে বোঝা যাবে বাকি দিনগুলো কত সংখ্যক গাড়ি নামানো হবে।প্রত্যেকেরই বক্তব্য, ট্রেন চালু না হওয়া পর্যন্ত যাত্রী সেভাবে বাড়বে না। তাই বেশিসংখ্যক গাড়ি রাস্তায় নামাতে চাইছেন না কেউই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584