ইস্তফাপত্র ফিরিয়ে পটাশপুরে দুই স্থানীয় তৃণমূল নেতাকে স্বপদে বহাল

0
89

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’নম্বর ব্লকের আড়গোয়াল ১৪ নং এবং পঁচেট ৪ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতিকে স্বপদে ফিরেয়ে আনল তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বরা।

tmc party | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গিয়েছে গত ২২ শে ডিসেম্বর আড়গোয়াল অঞ্চলের উপপ্রধান অপরেশ সাঁতরা, পটাশপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ও আড়গোয়াল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে দলের একাধিক নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলে ইস্তফা দিয়েছিলেন। তারপরেই ৪ ঠা জানুয়ারি পঁচেট ৪ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে দলীয় নেতৃত্বদের বিরুদ্ধে অভিযোগ তুলে ইস্তফা দিয়েছিলেন নীলমাধব দাস অধিকারী।

আরও পড়ুনঃ দ্বারিবেড়িয়াতে কুনাল – শতাব্দীর সভা,ঊর্ধ্বমুখী রাজনৈতিক উত্তাপ

এরপরে দলের ব্লক সভাপতি মৃনালকান্তি দাসের কাছে পদত্যাগপত্র পাঠান তারা।গত কয়েকদিন আগে তমলুকে তৃণমূল ভবনে আয়োজিত সভায় অপরেশ সাঁতরা পদত্যাগ পত্র নিয়ে আলোচনা হয়। এর পরেই কোর কমিটি অপরেশ সাঁতরার সঙ্গে কথা বলে ইস্তাফাপত্র গ্রহণ না করে কাজ চালিয়ে যাওয়ার কথা বলে। অঞ্চল সভাপতি নীলমাধব দাস অধিকারীর সঙ্গেও দলীয় নেতৃত্বরা কথা বলে পদে ফিরে এসে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
সেইমতো পটাশপুরের দুই তৃণমূল নেতা স্বপদে ফিরে এসে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে।

এই সম্পর্কে মলয় কান্তি দাস বলেন, এলাকায় যখন বিজেপি তাণ্ডব চালাচ্ছিল সেই সময় দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েও কোনো সহযোগিতা না পাওয়ায় দলের একাধিক নেতৃত্বের উপর ক্ষোভ জমা হলেও আমি কখনও দূরে সরে যাইনি, এখন জেলা নেতৃত্বের সাথে কথা হয়েছে আগামী দিনে আমরা একসঙ্গে সংঘবদ্ধভাবে রাজনৈতিক লড়াই করব ৷

আরও পড়ুনঃ খড়্গপুরে ধাক্কা খেল বিজেপি! ফের তৃণমূলে যোগ দলত্যাগীদের

অন্যদিকে নীলমাধব দাসের গলায় একই সুর শোনা গেলো, এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, “বহু সমস্যার সমাধান করার জন্য উচ্চ নেতৃত্বকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি অবশেষে ক্ষোভ জানিয়ে দল থেকে পদত্যাগ নিয়েছিলাম কিন্তু জেলার নেতৃত্বের সাথে কথা বলার পর সেইসব সমস্যার সমাধান কিছুটা হয়েছে এবং আগামী দিনে সমস্ত কিছু সমাধান হয়ে যাবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here