অতনু ঘোষ, পূর্ব বর্ধমানঃ
পুরসভার লোন করিয়ে দেওয়ার নামে কালনার বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক টাকা আত্মসাৎ করে গ্রেফতার হল দুই মহিলা। পুরসভার পুর প্রশাসকের করা অভিযোগের ভিত্তিতে কালনা থানা গ্রেফতার করে ওই দুই মহিলাকে।
এ দিন দেবপ্রসাদ বাগ জানান, সোমা দাস ও আরতি মাঝির নেতৃত্বে কালনা শহর জুড়ে একটা চক্র চলছিল। বিভিন্ন খেটে খাওয়া গরীব দুঃস্থ মানুষদের ভুল বুঝিয়ে টাকা আত্মসাৎ করার ফন্দি ফাঁদে তারা।
পুরসভা থেকে লোন পাইয়ে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করে ওই দুই মহিলা।
দেবপ্রসাদবাবুর আরও দাবি, কালনা পুরসভা লোন করে দিচ্ছে এই নাম করে বিভিন্ন গরিব মানুষের থেকে ১১৬০০ টাকা করে নিয়েছে ওই দুই মহিলা।
আরও পড়ুনঃ ভাইপোদের মারে প্রাণ গেল কাকার
এর পরই লোন না পেয়ে কালনা পুরসভার দ্বারস্থ হয় প্রতারিত হওয়া ওই মানুষ জন।
তারপরই পুরো বিষয়টি সামনে আসে। পুর প্রশাসকের অভিযোগের ভিত্তিতে ওই দুই মহিলাকে গ্রেফতার করেছে কালনা থানা পুলিশ। এর পিছনে আরও বড় চক্র আছে কি না তা জানার জন্য তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584