শ্যামল রায়, পূর্বস্থলীঃ
পূর্বস্থলী এক নম্বর ব্লকের সোনাপুর গ্রাম এলাকা থেকে মোবাইল চুরি করার অপরাধে নবদ্বীপ থানার পুলিশ গ্রেফতার করল দুই মহিলাকে। বুধবার দুপুরে নবদ্বীপ থানার পুলিশ জানিয়েছে, ধৃত দুই মহিলার নাম সুজাতা বেদ ও সুমন বেদ। এদের আদি বাড়ি ঝাড়খন্ড এলাকায়। কিন্তু এরা বিভিন্ন রেলস্টেশন সংলগ্ন এলাকায় বসবাস বা জীবন যাপন করে থাকে।

বুধবার সকালে নবদ্বীপ ধাম রেলস্টেশন সংলগ্ন রেলের রিগ্রেশন ক্লাবের মাঠ থেকে ওদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি মোবাইল। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে এরা বিভিন্ন জনবহুল এলাকা থেকে বা ট্রেন থেকে বাজার থেকে মোবাইল চুরি করে বিক্রি করে। এটাই এদের পেশা। এইভাবে এরা সংসার চালান ছেলেমেয়েদের নিয়ে।
আরও পড়ুনঃ জলপাইগুড়ির মোহিতনগরে বার্মিজ পাইথন উদ্ধার
ধৃতদের এদিন নবদ্বীপ আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশের কাছে অভিযোগ ছিল এবিষয়ে। নাদন ঘাট এলাকাসহ নবদ্বীপ থানা এলাকায় মোবাইল চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে পড়েছিলেন মোবাইল ব্যবহারকারীরা। পুলিশ এই ধরনের উদ্যোগ নেওয়ায় খুশি আমজনতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584