নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের পশ্চিম মাদাতি টোলগেট এলাকায় সরকারি বাসে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর তল্লাশি চালাতেই উদ্ধার হয় গাঁজা। এই ঘটনায় দুই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম শাহনুর বিবি (২৫) ও মিনাতি রায় (২৫)। প্রথম জনের বাড়ি মালদহ জেলার কলিকাপুর এলাকায় এবং দ্বিতীয়জনের বাড়ি কোচবিহার জেলার দিনহাটায়।
আরও পড়ুনঃ লকডাউনে অভুক্ত ছিল গুজরাট- দাবি সমীক্ষা রিপোর্টে
আরও পড়ুনঃ দাঁতনে তৃণমূল কার্যালয়ে বোমাবাজি-ভাঙচুর,উত্তেজনা
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ওই দুই মহিলার কাছ থেকে প্রায় ৬৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লক্ষ্য টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে গাঁজা গুলি দিনহাটা থেকে কালিয়াচকে পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল।
পুলিশ জানিয়েছে ধৃতদের এদিন গাঁজা পাচারের মামলায় শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। অন্যদিকে সড়কপথে গাঁজা পাচারের জন্য সরকারি বাসের ব্যবহার করছে পাচারকারিরা। যা নিয়ে পুলিশ উদ্বেগে রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584