উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
মজা করে ভিডিও তুলতে গিয়ে দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে তলিয়ে গেলেন দুই যুবক। জানা গেছে, ৫ বন্ধু মিলে ‘ফান ভিডিয়ো’ তৈরি করার পরিকল্পনা করে। সেই জন্য সোমবার সকালে বাইকে করে তাঁরা দ্বিতীয় হুগলি সেতুর উপর পৌঁছে যান।
সেলফি নেওয়ার পর, মোবাইলের ভিডিয়ো ক্যামেরা চালু করে দুই যুবক সেখান থেকে ঝাঁপও দেন গঙ্গায় , বাকি তিনজন ভিডিও শুটে ব্যস্ত ছিল । দুজনই গঙ্গায় তলিয়ে যান। পুলিশের ডুবরি একজনকে উদ্ধার করে। জানা গিয়েছে, তাঁরা সকলেই তিলজলার বাসিন্দা।তাঁরা প্রত্যেকেই সাঁতার জানেন। পুলিশ সূত্রে খবর, যে দুই তরুণ ঝাঁপ দেন, তাঁরা দু’জন হলেন মহম্মদ টাস্তগির আলম ও মহম্মদ জাকির সর্দার।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় ভেঙে পড়া সেতু পুনর্নির্মাণের দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ
ডুবুরি নামিয়ে ২৩ বছরের আলমকে উদ্ধার করা হয়েছে। জাকিরের এখনও খোঁজ নেই। হেস্টিংস থানায় অভিযোগ দায়ের হয়েছে। জাকিরের বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।হাড়হিম করা এই ঘটনায় রীতিমতো হতবাক তাঁদের পরিবার।
গঙ্গায় যুবকের এমন পরিণতি দেখে, বাকিরা নদীতে আর ঝাঁপ দেননি। এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রশ্ন উঠছে, নজরদারি এড়িয়ে তাঁরা কী ভাবে দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ দিলেন। সেতুর সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584