ক্রিকেটে পাকিস্তানের জয়ে উচ্ছাসের অপরাধে ইউএপিএ ধারায় ছাত্রদের বিরুদ্ধে মামলা রুজু কাশ্মীর পুলিশের

0
67

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

টি- ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তান জেতায় উচ্ছাস প্রকাশ করার ‘অপরাধে’ ইউএপিএ ধারায় অর্থাৎ বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে কাশ্মীরের দুটি মেডিক্যাল কলেজের পড়ুয়াদের বিরুদ্ধে মামলা রুজু করেছে কাশ্মীর পুলিশ। নির্দিষ্ট কোন ছাত্রের নাম নেই মামলায়, আপাতত তাদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে।

kashmir medical students
ছবি: টুইটার

SKIMS হাসপাতালের হোস্টেল ও শ্রীনগরে গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের হোস্টেলের ভবিষ্যতের চিকিৎসকদের বিরুদ্ধে পুলিশের এমন অভিযোগ। উল্লেখ্য, এই মামলায় যাঁদের নাম অন্তর্ভুক্ত হবে, তাঁরা ভবিষ্যতে ভারত বা জম্মু-কাশ্মীর সরকারের কোনও চাকরির আবেদন জানাতে পারবেন না।

এর আগেও ভারত-পাক ম্যাচ ঘিরে উত্তেজনার খবর পাওয়া গিয়েছে পঞ্জাবের সাংরুরে ভাই গুরু দাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে। সেখানে বেশ কয়েকজন কাশ্মীরি ছাত্রের ওপর হামলা চালায় পঞ্জাবে বসবাসরত উত্তরপ্রদেশ ও বিহারের কিছু পড়ুয়া। আক্রান্ত এক ছাত্রের ফেসবুক লাইভে দেখা যায় রড ও লাঠি দিয়ে হামলা করা হয়, অন্তত ছয় কাশ্মীরি ছাত্র আহত বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ ভারত হারায় দলের পেসার মহম্মদ শামিকে সোশ্যাল জগতে ‘পাকিস্থানি’ বলে তীব্র আক্রমণ সমর্থকদের

তবে এই দুই ঘটনা ঘিরেই বেশ কিছু বিরূপ প্রতিক্রিয়াও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন খেলার মধ্যে কেন এই ক্ষুদ্র রাজনীতি? খেলোয়াড়দের মধ্যে সৌজন্যবোধ দেখেও কি শিখতে পারিনা আমরা!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here