১৬৯ বিধায়কের সমর্থনে আস্থা ভোটে জয় উদ্ভবের, পিছু হটল বিজেপি

0
75

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

১৬৯ বিধায়কের সমর্থন নিয়ে মহারাষ্ট্র বিধানসভায় জয়ী হল শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট। জয়ী হলেন উদ্ভব ঠাকরে। আশা রাখা হয়েছিল ‘মহা বিকাশ আগাড়ি’ জোটে ১৭০ এর বেশি সমর্থক পাবে এই জোট। সেদিক দিয়ে দেখতে গেলে প্রত্যাশিত সীমাতেই জয়লাভ করেছে তারা।

Uddhav Thackeray win the election supported by members | newsfront.co
উদ্ভব ঠাকরে। চিত্র সৌজন্যঃ টুইটার

বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন উদ্ধব ঠাকরে। আগাড়ি জোটের দাবি, তাদের সঙ্গে রয়েছেন ১৬২ জন বিধায়কের সমর্থন। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত আবার সুর চড়িয়ে জানিয়েছেন ২৮৮ আসনের বিধানসভায় ‘ম্যাজিক ফিগার’ ১৪৫ হলেও তাদের পক্ষে ১৭০ বেশি বিধায়কের সমর্থন রয়েছে। তবে, শেষ পর্যন্ত ১৬৯ বিধায়কের সমর্থন নিয়ে সরকার নিশ্চিত করেন উদ্ধব ঠাকরে।

জোটের তরফে যে হিসাব প্রকাশ করা হয়, তাতে বলা হয়েছে, শিবসেনার ৫৬, এনসিপি-র ৫৪ এবং কংগ্রেসের ৪৪ জন বিধায়ক ছাড়াও ৮ জন নির্দল বিধায়ক, সমাজবাদী পার্টির ২ জন বিধায়ক এবং স্বাভিমানী শেতকরি (১), বহুজন বিকাশ আগাড়ি(৩), মহারাষ্ট্র নবনির্মাণ সেনা(১), পিস্যান্টস অ্যান্ড ওয়ার্কারস পার্টি অব ইন্ডিয়া(১), সিপিআই(১) মিলিয়ে মোট ১৭১ জনের সমর্থন রয়েছে উদ্ধব নেতৃত্বাধীন জোটের পক্ষে।

তবে ভোটদান থেকে বিরত ছিলেন এমআইএম-এর ২ জন, সিপিআইয়ের ১ জন এবং উদ্ধবের খুড়তুতো ভাই রাজ ঠাকরের মহারাষ্ট্র নব নির্মাণ সেনার (এমএনএস) ১ জন বিধায়ক। ১ জন নির্দল বিধায়কও আস্থাভোটে অংশ নেননি।

আরও পড়ুনঃ এক লিটার দুধে ৮১ জন পড়ুয়ার মিড-ডে মিল

এ দিন আস্থা ভোটের শুরুতে সরকার পক্ষ রুল মানছে না বলে প্রোটেম স্পিকারের কাছে অভিযোগ করেন দেবেন্দ্র ফড়নবীশ, যা খারিজ করে দেন দিলীপ ওয়ালসে। আজ অবশ্য ওয়ালসের নেতৃত্বেই বিধানসভার বিশেষ অধিবেশনে শক্তি পরীক্ষার মুখোমুখি হন মারাঠাভূমের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

সূত্রের খবর, ‘বন্দেমাতরম’ দিয়ে অধিবেশন শুরু হয়নি জন্য বিজেপির এই বিক্ষোভ। উদ্ধব সরকার নিয়ম মানছেন না বলে প্রোটেম স্পিকার বলেন, ‘রাজ্যপালের নির্দেশে এই অধিবেশন চলছে।’

এরপরই সভা ছেড়ে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। প্রোটেম স্পিকারের পদ থেকে কেন কোলাম্বকারকে সরানো হল তা নিয়েও সোচ্চার হয়েছে বিজেপি। রাজ্যপালের সঙ্গে দেখা করে প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্ব।

আগামী ৩ ডিসেম্বরের মধ্যে আগাড়ি জোটকে বিধানসভায় শক্তি পরীক্ষা দিতে হবে বলে জানিয়েছিলেন রাজ্যপাল কোশিয়ারি। মন্ত্রীত্বের বিস্তার এখনও সম্পূর্ণ হয়নি।

শুক্রবার মুখ্যমন্ত্রী ছাড়াও জোটের তিন দল থেকে দু’জন করে মন্ত্রী পদে শপথ নিয়েছেন। সূত্রের খবর, আগামী কয়েক দিনেই ঠাকরে মন্ত্রিসভার বিস্তার হবে। তার আগেই পোক্ত সরকার তুলে ধরতেই এই পদক্ষেপ জানিয়েছেন আগাড়ি জোটের নেতারা।

রবিবার মহারাষ্ট্রের স্পিকার নির্বাচন। তিনি বিরোধী দলনেতা হিসাবে বিজেপির দেবেন্দ্র ফড়নবীশের নাম ঘোষণা করবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here