নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
তামিলনাডুর ভোট আবহে বিস্ফোরক দাবি ডিএমকে প্রধান এমকে স্টালিনের ছেলে উদয়ানিধি স্টালিনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তাঁর অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ ও অরুণ জেটলির মৃত্যুর জন্য মোদিই দায়ী। তাঁর অত্যাচারেই নাকি মারা গিয়েছেন ওই দু’জন।

তাঁর এই দাবির তীব্র প্রতিবাদ করেছেন প্রয়াত সুষমা ও জেটলির কন্যারা। তোলপাড় রাজনৈতিক মহল।
বৃহস্পতিবার তাঁকে বলতে শোনা যায়, ”একজন ছিলেন, সুষমা স্বরাজ। তিনি মারা যান মোদির চাপে। আর একজন অরুণ জেটলি, উনিও মারা যান মোদির অত্যাচারে।” এরই পাশাপাশি তিনি অভিযোগ করেন ভেঙ্কাইয়া নাইডুর মতো সিনিয়র নেতাদের ‘সাইডলাইনে’ সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুনঃ দ্বিতীয় দফায় ভোটের পর বিজেপি বিধায়কের গাড়ি করে ইভিএম নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল
তিনি বলেন, ”আপনি সবাইকে সাইডলাইনে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আমি তামিলনাডুর মুখ্যমন্ত্রীই পালানিস্বামীর মতো আপনাকে ভয় পাই না। আমি উদয়ানিধি স্টালিন। কালাইগনারের নাতি।” তাঁর এই দাবিকে ঘিরে প্রতিবাদে সোচ্চার হয়েছেন অনেকেই। ইতিমধ্যেই প্রয়াত সুষমা স্বরাজের কন্যা বাঁশুরি টুইটারে লিখেছেন, ”উদয়ানিধিজি, দয়া করে আপনার ভোটের প্রোপাগান্ডা চালাতে গিয়ে আমার মায়ের স্মৃতিকে ব্যবহার করবেন না। আপনার কথা মিথ্যে! আমার মায়ের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির প্রভূত সম্মান ও শ্রদ্ধা ছিল।
আমাদের জীবনের অন্ধকার সময়ে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আপনার মন্তব্য আমাদের আহত করেছে।”একই অভিযোগ অরুণ জেটলির কন্যারও। সোনালি জেটলি বক্সি তাঁর টুইটার হ্যান্ডলে লেখেন, ”উদয়ানিধিজি, আমি জানি নির্বাচনের সময় আপনার উপরে চাপ রয়েছে। কিন্তু আমার বাবার স্মৃতিকে অসম্মান করে আপনি মিথ্যে বলায় আমার পক্ষে চুপ থাকা সম্ভব হল না।
আরও পড়ুনঃ “ভোটের কথা মনে পড়ে গেল নাকি?” অর্থমন্ত্রীকে কটাক্ষ প্রিয়াঙ্কার
বাবা ও প্রধানমন্ত্রীজির মধ্যে বিশেষ একটা বন্ধন ছিল, যা রাজনীতিরও ঊর্ধ্বে।”প্রসঙ্গত, আগামী ৬ এপ্রিল তামিলনাডুতে এক দফায় ২৩৪ আসনের ভোট। তার আগে ভোটপ্রচার তুঙ্গে। কিন্তু প্রচারের তাগিদে উদয়ানিধি স্টালিনের এমন মন্তব্যকে অনৈতিক বলেই মনে করছে রাজনৈতিক মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584