নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দেশের ১৭ শতাংশ স্কুলে নেই বিদ্যুৎ, নেই হাত ধোয়ার ব্যবস্থাও। ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস ২০১৯-২০-র রিপোর্টে উঠে এলো এমনই তথ্য। বৃহস্পতিবার এই রিপোর্ট প্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল।
রিপোর্টে আশাপ্রদ তথ্য, সাধারণভাবে স্কুলে ভর্তি হওয়ার সংখ্যা বেড়েছে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তুলনায়। বেড়েছে ছাত্র-শিক্ষক অনুপাতও। এই রিপোর্ট অনুযায়ী প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত ২০১৯-২০ শিক্ষাবর্ষে ছাত্রীর সংখ্যা প্রায় ১২.০৮ কোটি। গত শিক্ষাবর্ষের তুলনায় যা প্রায় ১৪.০৮ কোটি বেশি। মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক ছাত্র- ছাত্রী সংখ্যায় লিঙ্গ বৈষম্যের হার কমেছে। যে সমস্ত স্কুলে ঠিকঠাক বিদ্যুৎ সরবরাহ রয়েছে বেড়েছে তার সংখ্যাও, জানিয়েছে শিক্ষা মন্ত্রক।
Releasing the report on Unified District Information System for Education Plus 2019-20 (UDISE+) which depicts the status of School Education in India.
For details, visit: https://t.co/dtenSUgGgz pic.twitter.com/68eJmnR26L— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) July 1, 2021
শিক্ষা মন্ত্রকের দাবি, লক্ষ্য করা গিয়েছে আরেকটি বড় উন্নয়ন। ২০১২-১৩-র রিপোর্ট অনুযায়ী হাত ধোয়ার সুবিধা রয়েছে এমন স্কুল ছিল ৩৬.৩ শতাংশ যা এই বছরের রিপোর্ট অনুযায়ী পৌঁছেছে ৯০ শতাংশে। যথেষ্ট উন্নতি হয়েছে মেয়েদের স্কুলে ভর্তি হওয়ার সংখ্যাও।
প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ুয়ার সংখ্যা ছাড়িয়েছে ২৬.৪৫ কোটি বলছে ২০১৯-২০ রিপোর্ট। যা ২০১৮-১৯ রিপোর্টের চাইতে ৪২.৩ লক্ষ বেশি।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আগামী ২২ জুলাই, জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ
রিপোর্ট অনুযায়ী সব ক্লাসেই সামগ্রিকভাবে বেড়েছে পড়ুয়ার সংখ্যাও। গত রিপোর্টে যা ছিল ৮৭.৭ শতাংশ এবছরের রিপোর্টে তা হয়েছে ৮৯.৭ শতাংশ। উচ্চ প্রাথমিকে ভর্তির হার ৯৭.৮ শতাংশ( আগে ছিল ৯৬.১%) , প্রাথমিকে বর্তমানে হয়েছে ৭৭.৯ শতাংশ(আগে ছিল ৭৬.৯%), মাধ্যমিক স্তরে এবছরের রিপোর্ট অনুযায়ী পড়ুয়া ভর্তির পরিমাণ ৫১.৪শতাংশ (আগে ছিল ৫০.১%), উচ্চ মাধ্যমিক স্তরে পড়ুয়া ভর্তির হার অন্তত ১০শতাংশ বেড়েছে আগের তুলনায়।
আরও পড়ুনঃ তৃতীয় ঢেউয়ের আগে করোনা বিধি মানার অনীহা উদ্বেগ বাড়াচ্ছেঃ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
কম্পিউটার রয়েছে এমন স্কুলের সংখ্যা ২০১৯-২০ রিপোর্ট অনুযায়ী ৫.২ লক্ষ, গত বছরে যা ছিল ৪.৭ লক্ষ। ইন্টারনেটের সুবিধাযুক্ত স্কুল বর্তমানে ৩.৩৬ লক্ষ, গত রিপোর্টে যা ছিল ২.৯ লক্ষ। ২০১৯-২০ রিপোর্টে বলা হয়েছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হয় এমন স্কুলের হার গত বছরের তুলনায় ৪ শতাংশ বেড়ে হয়েছে ৮২ শতাংশ। বর্তমানে লাইব্রেরীর সুবিধা যুক্ত স্কুল দেশের মধ্যে ৬৯.২ শতাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584