ওয়েব ডেস্ক, দিল্লিঃ
রাষ্ট্রসঙ্ঘের যুব প্রতিভার তালিকায় এবার জায়গা করে নিল দিল্লির এক তরুণ। বয়স মাত্র ১৮ বছর। এই বয়সেই রাষ্ট্রসঙ্ঘের সবথেকে বড় সম্মান পেলেন উদিত সিংহল।
বিশ্বের যুব সম্প্রদায়ের প্রতিভা বিচারের ক্ষেত্রে রাষ্ট্রসঙ্ঘের ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল’ সবথেকে বড় সম্মান। আর ২০২০-র সেই সম্মানেই মুকুট উঠল এই তরুণের মাথায়। দিল্লিতে ভাঙা কাঁচের বোতল নষ্ট না করে তা বালিতে রপান্তরিত করার প্রক্রিয়া উদ্ভাবন করেছেন উদিত।
আরও পড়ুনঃ সত্য খবরের গ্রহণযোগ্যতায় শীর্ষে মুদ্রিত সংবাদ মাধ্যম, দাবি সমীক্ষা রিপোর্টের
এই পরিকল্পনা তাঁর মাথায় আসে ২০১৮ সালে। ভাঙা কাঁচের বোতলকে কীভাবে পরিবেশ রক্ষার কাজে লাগানো যায়, তা নিয়ে পরিকল্পনা শুরু করেন উদিত। এই অভিনব পরিকল্পনার জন্যই এই সম্মান দেওয়া হল তাঁকে। রাষ্ট্রসঙ্ঘের এই সম্মান পেয়ে আপ্লুত দিল্লির তরুণ উদিত।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584