আনিসুর রহমান,স্পোর্টস ডেস্কঃ
সেমিফাইনালে ডেনমার্ককে হারিয়ে ইউরো কাপের ফাইনালে ইতালির মুখোমুখি ইংল্যান্ড। হ্যারি কেনের গোলে অতিরিক্ত সময়ে ডেনমার্ককে ২-১ ব্যবধানে হারাল ইংল্যান্ড। ফাইনালে তাদের সামনে ইতালি।
কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল ইউক্রেনকে। শেষ আটে ডেনমার্ক ২-১ গোলে হারিয়ে দেয় চেক প্রজাতন্ত্রকে। এবার সেমিফাইনালের লড়াইয়ে ইংল্যান্ডের কাছে ১-২ গোলে হারতে হল ড্যানিশদের।
😎 The EURO 2020 final is set!
🇮🇹🆚🏴 Italy versus England at Wembley Stadium on Sunday 🔥
Who is lifting the 🏆❓#EURO2020 pic.twitter.com/tYSEzNjAkI
— UEFA EURO 2020 (@EURO2020) July 7, 2021
সেমিফাইনালে গ্যারেথ সাউথগেটের ছেলেরা ২-১ গোলে ডেনমার্ককে (Denmark) হারিয়ে প্রথম বার ইউরো কাপের ফাইনালে যাওয়ার নজির গড়ল ইংল্যান্ড। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। খেলার দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করেছিল ইংল্যান্ড।
🏴 Goals for England at major tournaments:
⚽️1⃣0⃣ Gary Lineker
⚽️1⃣0⃣ Harry Kane
⚽️0⃣9⃣ Alan Shearer
⚽️0⃣7⃣ Wayne Rooney#EURO2020 | #ENG pic.twitter.com/XK5W06xBNv— UEFA EURO 2020 (@EURO2020) July 7, 2021
হ্যারি ম্যাগুয়ের তিন বার হেড ডেনমার্কের গোলকিপার স্মাইকেল থামিয়ে দেন। ৯০ মিনিটের শেষে খেলার ফলাফল ১-১ হওয়ায় ম্যাচ যায় অতিরিক্ত সময়ে। এক্সট্রা টাইমে ইংল্যান্ড সমর্থকদের মুখে হাসি ফোটান হ্যারি কেন।
আরও পড়ুনঃ স্বপ্নকে বাস্তবে পরিণত করার আরেক নাম মহেন্দ্র সিং ধোনি
ইংল্যান্ডের জার্সিতে বড় টুর্নামেন্টে ৯টি গোল করা অ্যালান শিয়েরারকে টপকে গেলেন এবং গ্যারি লিনেকারকে ছুঁয়ে ফেললেন হ্যারি কেন। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে দু’জনেরই গোল সংখ্যা ১০। ১২ জুলাই ইউরো কাপের ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড ও ইতালি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584