ওয়েবডেস্কঃ
রাজ্যের চার বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অনুমোদন বাতিল করলো ইউজিসি।এই চার বিশ্ববিদ্যালয় হলো-রবীন্দ্রভারতী,বিদ্যাসাগর,কল্যাণী ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। অর্থাৎ বর্তমানে রাজ্যের দুটি বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষা চালু রইল- বর্ধমান ও নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।
NAAC-এর র্যাঙ্কিংয়ে কোনও বিশ্ববিদ্যালয় চারের মধ্যে ন্যূনতম ৩.২৬ পেলে দূরশিক্ষার অনুমোদন পায়। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো, শিক্ষার মান-সহ একাধিক বিষয় গুরুত্ব পায় র্যাঙ্কিংয়ে।সম্ভবত, NAAC-এর বেঁধে দেওয়া মানদন্ড মানতে না পারায় এই সিদ্ধান্ত ইউজিসির বলে মত রাজ্যের শিক্ষা মহলের একাংশের।
চার বিশ্ববিদ্যালয়ের তরফেই জানান হয়েছে তারা ইউজিসির কাছে পুণরায় আবেদন করবে।তবে এর জেরে সঙ্কটে পড়ার আশঙ্কা করছেন রাজ্যের হাজার হাজার পড়ুয়ারা। উল্লেখ্য, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্রকে চিঠি লিখে অনুমোদন রেখে দেওয়ার অনুরোধ স্বত্ত্বেও এই সিদ্ধান্ত ইউজিসির।
(ফিচার ছবি-ddnews.gov.in)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584