স্নাতক স্তরে পড়ুয়া শিক্ষক অনুপাতে বদল আনার প্রস্তাব ইউজিসি-র, ছাঁটাইয়ের আশঙ্কায় শিক্ষকমহল

0
75

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

স্নাতক স্তরে একাধিক বিভাগে শিক্ষক-পডুয়া অনুপাতে বদল আনার প্রস্তাব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর। ২০০৮ সালে ইউপিএ সরকারের আমলে শিক্ষক-পড়ুয়া অনুপাত হয় ১:১৮। এখনো এই অনুপাতই মানা হয়। কিন্তু সম্প্রতি ইউজিসি যে খসড়া প্রস্তাব এনেছে তার জেরে ছাঁটাই-এর আশঙ্কায় ভুগছেন কলেজ শিক্ষকরা। পাশাপাশি চুক্তি ভিত্তিক শিক্ষক নিয়োগের কথাও বলা হয়েছে খসড়া প্রস্তাবে।

ইউজিসি-র খসড়া প্রস্তাবে বলা হয়েছে, সমাজবিদ্যায় শিক্ষক-পড়ুয়ার হার ১:৩০, বিজ্ঞানে ১:২৫ এবং বাণিজ্য বিভাগ এবং অন্যান্য বৃত্তিমূলক বিভাগে ১:৩০ করা হবে। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট বিভাগগুলি ও জড়িত ব্যক্তিদের মতামত চাওয়া হয়েছে। এবং আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের মতামত জানাতে বলা হয়েছে।

ছবিঃ দ্য টেলিগ্রাফ

আরও পড়ুনঃ জরুরী ভিত্তিতে ডাঃ রেড্ডিস ল্যাবরেটরির তৈরি স্পুটনিক লাইট সিঙ্গল ডোজ ভ্যাকসিন অনুমোদন কেন্দ্রের

ইতিমধ্যেই এই প্রস্তাবকে কেন্দ্র করে ছাঁটাই-এর আশঙ্কায় রয়েছে শিক্ষক সংগঠনগুলি। তাদের অভিযোগ, এর ফলে খরচ কমাতে কলেজ-বিশ্ববিদ্যালয় ছাঁটাইয়ের পথে হাঁটবে। শিক্ষক সংগঠনগুলির মতে ইউজিসি-র এই প্রস্তাব রাখা হয়েছে কেন্দ্রের জাতীয় শিক্ষা নীতি-র কথা মাথায় রেখেই। দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনের মতে এর ফলে ব্যাপক হারে শিক্ষক ছাঁটাই হবে এবং একই সঙ্গে কমবে শিক্ষার মানও।

আরও পড়ুনঃ সুপার-হিউম্যান! জলের ৭০ মিটার গভীরেও শ্বাস ধরে রাখতে পারেন অস্ট্রেলিয়ার অ্যাম্বার ব্রুক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here