১ অক্টোবর থেকে শুরু করতে হবে নয়া শিক্ষাবর্ষ, নির্দেশিকা জারি ইউজিসির

0
54

মোহনা বিশ্বাস,ওয়েব ডেস্কঃ

করোনা পরিস্বিতির মধ্যেই শুরু হতে চলেছে নয়া শিক্ষাবর্ষ। ১ অক্টোবরের মধ্যে নয়া শিক্ষাবর্ষ শুরু করার নির্দেশিকা জারি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। একইসঙ্গে ইউজিসি-র নয়া নির্দেশিকায় বলা হয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে সব বোর্ড পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।

University Grants Commission
সৌজন্যেঃ এনডিটিভি

ইউজিসি-র গাইডলাইনে বলা হয়েছে, চূড়ান্ত পরীক্ষা শেষ করতে হবে ৩১শে অগাস্টের মধ্যে। অফলাইন, অনলাইন বা দুই পদ্ধতি মেনেই পরীক্ষা নেওয়া যেতে পারে। অফলাইন ক্লাসের ক্ষেত্রে শারীরিক দূরত্ব সহ করোনা সংক্রান্ত যাবতীয় গাইডলাইন মানতে হবে। ইউজিসি-র এই গাইডলাইন স্নাতক স্তরের প্রথম বর্ষ এবং স্নাতকোত্তর স্তরের ক্ষেত্রেও প্রযোজ্য।

শিক্ষাবর্ষে পরীক্ষা বা সেমিস্টার কবে নেওয়া হবে, পরীক্ষার প্রস্তুতির জন্য কতদিন ছুটি থাকবে তা ঠিক করবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। ২০২১-২২ শিক্ষাবর্ষ শেষ করতে হবে ৩১ জুলাই ২০২২ সালের মধ্যে। ১ অগাস্ট ২০২২-এর  মধ্যে নতুন শিক্ষাবর্ষ শুরু করতে হবে। যদি কোনও কারণে ফল প্রকাশে দেরি হয় সেক্ষেত্রে শিক্ষাবর্ষ শুরু করা যাবে ১৮ অক্টোবর ২০২১ তারিখে। কোনও পড়ুয়া যদি ৩১ অক্টোবরের মধ্যে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অন্যত্র চলে যান, সেক্ষেত্রে করোনাকালে অভিভাবকদের আর্থিক অবস্থার কথা চিন্তা করে ভর্তির পুরো ফি ফেরত দিতে হবে। এমনকী কোনোরকম চার্জও কেটে নেওয়া যাবে না।

আরও পড়ুনঃ আগামী ২০ জুলাই, মঙ্গলবার প্রকাশিত হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল

করোনা পরিস্থিতির জেরে একের পর এক বাতিল হয়েছে সিবিএসই, আইসিএসই সহ একাধিক বোর্ডের পরীক্ষা। এরই মধ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবর্ষ শুরু থেকে চূড়ান্ত বর্ষের পরীক্ষার সূচি তৈরি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সব রাজ্যের কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নয়া নির্দেশিকা জারি করে ইউজিসি জানিয়েছে, গত বছর ২৯ এপ্রিল এবং ৬ জুলাই যে গাইডলাইন দেওয়া হয়েছিল সেই অনুযায়ী নির্দিষ্ট সূচি তৈরি করে দেওয়া হল। কীভাবে ক্লাস শুরু হবে, পরীক্ষা নেওয়া হবে তার বিস্তারিত বিবরণও দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here