নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
স্বাস্থ্যবিধি মেনেই খুলছে স্কুল-কলেজ। করোনার ধাক্কায় দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। করোনাতঙ্ক কাটিয়ে এবার একে একে সেগুলি খুলবে। তাহলে শুধুমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠানই বা কেন বন্ধ থাকবে, প্রশ্ন ছিল পড়ুয়া-অভিভাবকদের। এবার দেশের সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খোলার গাইডলাইন প্রকাশ করল ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
কন্টেনমেন্ট জোনের বাইরে ধাপে ধাপে খোলা হবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। শুরুতে গবেষণা, স্নাতকোত্তর এবং অন্তিম বর্ষের স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। মোট পড়ুয়া সংখ্যার অর্ধেককে ক্যাম্পাসে আসার অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ পূর্বসূরীকে ছাপিয়ে রেকর্ড গড়লেন বিডেন
করোনা পরিস্থিতির জন্য গত ১৬ মার্চ থেকে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। গত মাসে রাজ্যগুলিকে ১৫ অক্টোবর থেকে স্কুল-কলেজ খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলে স্বরাষ্ট্রমন্ত্রক। পাঞ্জাব সরকার ইতিমধ্যেই দীপাবলির পর থেকে কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে।
জানা গিয়েছে, করোনা স্বাস্থ্যবিধি মেনে পড়ুয়াদের ক্যাম্পাসে ঢোকার ছাড়পত্র দিয়েছে ইউজিসি। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে পরামর্শ দিয়েছে, যাতে তারা সপ্তাহে ৬ দিন পঠনপাঠন জারি রাখে এবং শারীরিক দূরত্ববিধি বজায় রাখতে পড়ানোর সময় বাড়িয়ে দেওয়া হয়।
আরও পড়ুনঃ সরকারকে অন্ধকারে রেখে কেন্দ্রীয় এজেন্সি চলে আসছে, নবান্নে তোপ মুখ্যমন্ত্রীর
পড়ুয়া, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য ক্যাম্পাস চত্বরে মাস্ক বাধ্যতামূলক। পড়ুয়াদের উপস্থিতি নিয়ে কোনও বাধ্যবাধকতা নেই। যে সব পড়ুয়ারা প্রত্যন্ত এলাকায় থাকে, তাঁরা যাতায়াতের সমস্যার কারণে অনলাইন ক্লাস করতে পারে। প্রয়োজন বুঝে আবাসিকরা হস্টেলে থাকতে পারবেন। কিন্তু রুম শেয়ার করা যাবে না।
কোনও পরিস্থিতিতেই উপসর্গ আছে এমন পড়ুয়ারা হস্টেলে থাকতে পারবেন না। তাঁদের জন্য আইসোলেশন এবং সেই পড়ুয়াদের সংস্পর্শে যাঁরা আসবে তাঁদের জন্য কোয়ারেন্টাইন পরিষেবা ক্যাম্পাসে রাখা বাধ্যতামূলক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584