২৪ ঘন্টা ধরে পরীক্ষা নেওয়া যাবে না, কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিল ইউজিসি

0
72

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনা পরিস্থিতির জেরে বড়িতে বসেই স্নাতক ও স্নাতকোত্তর স্তরের অনলাইন পরীক্ষার কথা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বলা হয়েছিল যে, পরীক্ষার্থীরা এই অনলাইন পরীক্ষার জন্য ২৪ ঘন্টা সময় পাবে। কিন্তু, বেঁকে বসল ইউজিসি।

Calcutta University | newsfront.co
ফাইল চিত্র

২৪ ঘন্টা ধরে পরীক্ষা নেওয়া যাবে না। কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি লিখে জানাল কেন্দ্রীয় নিয়ামক সংস্থা ইউজিসি। তাদের বক্তব্য, উত্তরপত্র ২৪ ঘন্টা ধরে লেখার সুযোগ দিলে সেটাকে পরীক্ষা বলা যায় না। সেটা কার্যত হোম অ্যাসাইনমেন্টে পরিণত হয়। তাই পরীক্ষা নিতে হবে ২-৩ ঘন্টার মধ্যেই। তারপরে উত্তরপত্র জমা নেওয়ার ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুনঃ মেরামতির কাজ হবে, বিদ্যুৎ বিঘ্নের আশঙ্কা সল্টলেকের

ইউজিসির চিঠি পাওয়ার পর, শুক্রবারই ফ্যাকাল্টি কাউন্সিল এবং বোর্ড অফ স্টাডিজের বৈঠক ডাকে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাতে সিদ্ধান্ত হয়েছে, ইউজিসির নির্দেশই মেনে নেওয়া হবে। তবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী সিন্ডিকেট বৈঠকে।

আরও পড়ুনঃ শ্যামবাজার-এসপ্ল্যানেড রুটে শুরু হবে ট্রাম চলাচল

প্রসঙ্গত, কলকাতা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছিল ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্র পাঠানো হবে পরীক্ষার্থীদের। পরে ঠিক হয়, ওয়েবসাইটেও প্রশ্নপত্র তুলে দেওয়া হবে।

পরীক্ষার্থীরা উত্তর লিখে তা স্ক্যান করে বা ওয়ার্ড ফাইলে টাইপ করে কলেজগুলিকে পাঠিয়ে দেবেন। যে সব পরীক্ষার্থী তা পারবেন না, তাঁরা উত্তরপত্রের হার্ডকপিই কলেজে জমা দেবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here