নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বন্ধ হয়ে গেল আধার এর দুটি জরুরি পরিষেবা। সম্প্রতি আধারের ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভেরিফিকেশন লেটারের মাধ্যমে ঠিকানা আপডেটের পরিষেবা। টুইটারে এই সমস্যার কথা পোস্ট করে জানিয়েছেন বহু মানুষ। উত্তরে ইউআইডিএআই এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রিয় নাগরিক, অ্যাড্রেস ভেরিফিকেশন লেটার সার্ভিস আর উপলব্ধ নেই।’
সংস্থার তরফে জানানো হয়েছে যে এই সমস্যা সমাধানে ঠিকানার প্রমাণ হিসাবে নতুন নথি ব্যবহার করতে হবে। নতুন ঠিকানার নথি দেখিয়ে গ্রাহক এখনও ইউআইডিএআই পোর্টাল থেকে ঠিকানা বদলে নিতে পারবেন। সেক্ষেত্রে কিছুটা হলেও সমস্যায় পড়বেন গ্রাহকেরা।
আরও পড়ুনঃ প্যারালিম্পিক্সে জ্যাভলিনে জোড়া পদক ভারতের ঝুলিতে, দেবেন্দ্র জিতলেন রুপো, সুন্দর আনল ব্রোঞ্জ
পুরনো ফরম্যাটে আধার কার্ড রিপ্রিন্ট করাও বন্ধ করে দিল ইউআইডিএআই। এখন থেকে একমাত্র পিভিসি কার্ডেই আধার রিপ্রিন্ট করা যাবে। কাগজের আধার ছাপা আপাতত বন্ধ রেখেছে ইউআইডিএআই। এই পিভিসি আধার কার্ড কাগজের আধার কার্ডের থেকে অনেক বেশি মজবুত, সঙ্গে নিয়ে চলাফেরা করা অনেক সহজ। মুলত এই দুটি কারণেই কাগজের আধার কার্ড ছাপা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউআইডিএআই। তবে ই-আধার ডাউনলোড করে তা যেকোনো কাগজে প্রিন্ট করিয়ে নেওয়া যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584