সিউড়ি পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন বর্তমান পুরপিতা

0
57

পিয়ালী দাস, বীরভূমঃ

আজ সিউড়ি পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন বর্তমান পুরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায়। দায়িত্বভার গ্রহণের পর উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, যেহেতু রাজ্যে পুরনির্বাচন হয়নি তাই মানুষের পরিষেবা দেওয়ার জন্য রাজ্য সরকারের নির্দেশে প্রশাসক হিসেবে দায়িত্ব তুলে নিলাম।

congrats | newsfront.co
নিজস্ব চিত্র

বিগত দিনে সিউড়ি পুরসভার উদ্যোগে মানুষদেরকে পুর পরিষেবা যেভাবে দেওয়া হচ্ছিল ঠিক সেইভাবেই দেওয়া হবে, যতদিন না নির্বাচন হচ্ছে। সিউড়ির শহরবাসীর জন্য প্রশাসক উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন চিন্তা নেই পানীয় জল, পথবাতি থেকে শুরু করে রাস্তাঘাট পরিষ্কার -যেমন কাজ হচ্ছিল ঠিক তেমনি কাজ হবে আগামী দিনে।

আরও পড়ুনঃ স্বাস্থ্যকর্মীদের মাস্ক দিলেন জেলার যুব সভাপতি

পাশাপাশি তিনি জানান উপ পুরপ্রধান বিদ্যাসাগর সাউ এবং সিউড়ি ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফজরুউদ্দিনকে নিয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে যারা শহরের সব সমস্যার সমাধান করবে বলে আশ্বাস দিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here