নিজস্ব সংবাদদাততা, ঝাড়গ্রামঃ
বুধবার ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের ফাসিতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী স্বপন পইড়ার উপর বিজেপি হামলা চালায় বলে অভিযোগ। আহত স্বপন পইড়াকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার স্বপন পইড়াকে দেখতে আসেন তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত।
তারপর তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের হাতে সবকিছু চলে যাবার পর যখন কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করছে,তখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে বিজেপির দুষ্কৃতীরা।
আরও পড়ুনঃ সৈনিকের মৃত্যুতে শোকের ছায়া জলপাইগুড়িতে
তারাই এখন সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর হামলা চালাচ্ছে, তৃণমূল কংগ্রেস চুপ করে বসে থাকবে না। তাই তিনি দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান না হলে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে আগামী দিনে আন্দোলন করবে বলেও হুঁশিয়ারি দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584