ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
করোনা ভাইরাস সংক্রমণের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারতকে ‘লাল তালিকাভুক্ত’ দেশ ঘোষণা করল ব্রিটেন।নভেল করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়ান্ট সহ ১০৩ টি সংক্রমণ ভারতে সনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত ,জানালেন বৃটেনের স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানক।
ব্রিটেন বা আয়ারল্যান্ডের রেসিডেন্ট এবং ব্রিটিশ নাগরিক ছাড়া বিগত ১০ দিনের মধ্যে ভারতে থেকেছেন এমন কেউ আপাতত সে দেশে প্রবেশাধিকার পাবেন না। হ্যানক বিস্তারিত জানান এই নিষেধাজ্ঞার কারণ ও। তিনি বলেন , ভারতে করোনা ভাইরাসের নতুন একটি ভ্যারিয়ান্ট পাওয়া গেছে ইতিমধ্যেই, করোনা ভাইরাসের ওই নতুন ভ্যারিয়ান্ট বহন করছেন এমন ১০৩ জনকে সনাক্ত করা গিয়েছে। সেই কারণেই শুধুমাত্র সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপাতত লাল তালিকাভুক্ত করা হলো।
হ্যানক এও জানান, যেসমস্ত ব্রিটিশ বা আইরিশ রেসিডেন্ট ও ব্রিটিশ নাগরিক ১০ দিনের মধ্যে ভারতে ছিলেন তাঁরা ইংল্যান্ডে এসে পৌঁছনোর পর অন্তত ১০ দিন হোটেলে বাধ্যতামূলক কোয়ারেনটাইন পিরিয়ড কাটাবেন। ভারতের ব্রিটিশ দূতাবাস জানিয়েছে, ভাইরাসের নতুুন ভ্যারিয়ান্টটির ছড়িয়ে পড়া প্রতিরোধ করাই মূল লক্ষ্য এখন। রাশিয়া দূতাবাসের ভিসা দপ্তরও আপাতত ভারতের ভয়ঙ্কর করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে ভিসা সংক্রান্ত যাবতীয় কাজ স্থগিত রেখেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584