নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ফাইজারের করোনাভাইরাস টিকাকে সবার প্রথমে অনুমোদন দিল ব্রিটেন। আগামি সপ্তাহ থেকেই সে দেশে টিকাকরণ শুরু হবে বলে জানিয়েছে ব্রিটেনের সরকার। ব্রিটিশ নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ জানিয়েছে, কোভিড-১৯ সংক্রান্ত অসুস্থতার ক্ষেত্রে ৯৫ শতাংশ সুরক্ষাপ্রদানকারী এই টিকা, যা প্রয়োগের ক্ষেত্রে নিরাপদ।
কিছুদিন আগেই ফাইজারের তৃতীয় দফার ট্রায়ালের ফলাফলে দেখা যায় ৯৪ শতাংশের বেশি কার্যকরী এই টিকা। তারপরেই অপেক্ষায় ছিল গোটা পৃথিবী। জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য আমেরিকা-সহ বিশ্বের অনেক স্থানে আপিল করে ফাইজার। তার মধ্যে সবচেয়ে আগে অনুমোদন দিল ব্রিটেন।
আরও পড়ুনঃ কোভিড রোগীর বাড়িতে পোস্টার সাঁটানো অস্পৃশ্যতাকে ইন্ধন দেওয়া, কেন্দ্রকে ভর্ৎসনা শীর্ষ আদালতের
উল্লেখ্য, এখনও পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন ও আমেরিকার থেকে ছাড়পত্র পায়নি ফাইজার-বাওয়োটেকের টিকা। আগামি সপ্তাহে ব্রিটেনে এই ভ্যাকসিন প্রদানের কাজ শুরু হলেও মানুষকে সতর্ক থাকতে হবে ও সংক্রমণ রোধে করোনাবিধি মেনে চলতে হবে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
অর্থাৎ, সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার, স্যানিটাইজার ব্যবহারের মতো স্বাস্থ্যবিধি কঠোরভাবেই মেনে চলতে হবে। জানা গিয়েছে, ২১ দিনের ব্যবধানে ২টি ডোজে এই টিকারকরণ হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584