নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত হীরে ব্যবসায়ী নীরব মোদীকে প্রত্যর্পণের অনুমতি দিল ব্রিটেনের আদালত। নীরব এবং তাঁর মামা মেহুল চোকসির বিরুদ্ধে ১৩,৬০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।
২০১৮ সালের জানুয়ারি মাসে ভারত ছেড়ে পালিয়ে যান দুজনেই। তারপর ব্রিটেনে আত্মগোপন করে ছিলেন নীরব মোদী। কিন্তু ধরা পড়ে যান সেখানে। নীরব মোদীর প্রত্যর্পণ মামলা এতদিন বিচারাধীন ছিল। এদিন ব্রিটিশ আদালত তাঁকে প্রত্যর্পনের অনুমতি দিয়েছে। ভারতে মামলার সম্মুখীন হতে হবে নীরব মোদীকে।
এদিন ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালত জানায়, নীরব তথ্যপ্রমাণ লোপাট ও সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। বিচারক বলেন, মুম্বইয়ের আর্থার রোড জেলের বারাক ১২ নীরবের জন্য আদর্শ জায়গা। তবে ভারতে প্রত্যর্পণ করা হলেও বিচারব্যবস্থা থেকে বঞ্চিত করা হবে না তাঁকে। নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ তাঁকে দেওয়া হবে।
আরও পড়ুনঃ আন্তর্জাতিক অনলাইন সেমিনারের নিয়ম বদল, জবাব চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর
আদালতে শুনানি চলাকালীন নীরব মোদীর আইনজীবী দাবি করেন, মানসিক অবসাদে ভুগছেন তাঁর মক্কেল। বিচারক পাল্টা বলেন, এমন পরিস্থিতিতে অবসাদগ্রস্ত হওয়া মোটেই অস্বাভাবিক নয়। বিচারক আশ্বস্ত করেন, জেলে যথাযথ চিকিৎসা দেওয়া হবে নীরব মোদীকে। তাঁর মানসিক রোগেরও উপযুক্ত চিকিৎসা হবে। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ নীরবের মামলায় প্রভাব খাটাচ্ছেন, এমন অভিযোগ খারিজ করেছে আদালত।
আরও পড়ুনঃ জ্বালানির দাম না কমলে মুদ্রাস্ফীতির ভ্রূকুটি, সতর্ক করল আরবিআই গর্ভনর
২০১৯ সালের ১৪ মার্চ লন্ডনের একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গিয়ে গ্রেপ্তার হন নীরব। আগেই তাঁর ভারতীয় পাসপোর্ট বাতিল করে দিয়েছিল বিদেশমন্ত্রক। কিন্তু তিনি গ্রেপ্তার হওয়ার পর দেখা যায় নীরবের হেফাজতে একাধিক পাসপোর্ট রয়েছে। তাছাড়া নীরবের কাছে একাধিক রেসিডেন্সি কার্ডও রয়েছে, যার মধ্যে সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর ও হংকংয়ে থাকার অনুমতি রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584