শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
আগামী ৪ অক্টোবর থেকে ব্রিটেনের নতুন ট্রাভেল গাইডলাইন অনুযায়ী, কোভিশিল্ডের দুটি ডোজ নেওয়া থাকলেও ভারতীয়দের ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে, জানানো হয় সেদেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে। এরপরই রীতিমতো ক্ষোভ প্রকাশ করে ভারত। এমনকি ব্রিটেনের এই ঘোষণার পরে, প্রতিবাদ স্বরূপ কংগ্রেস সাংসদ শশী থারুর তাঁর ব্রিটেন যাত্রা বাতিল করে দেন।
এই বিষয়ে ভারতের বিদেশ সচিব হর্ষ শ্রীংলা হুঁশিয়ারি দিয়ে বলেন পাল্টা পদক্ষেপ গ্রহণের অধিকার ভারতেরও রয়েছে। ব্রিটেনের বিদেশ সচিবের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। দুই দেশের সম্পর্কের কথা মাথায় রেখে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। শেষ পর্যন্ত কোভিশিল্ডকে মান্যতা দিলেও ব্রিটেন জানিয়েছে কোভিশিল্ডের দুটি টিকা নয়, ভারতের ভ্যাকসিন সার্টিফিকেট নিয়েই যাবতীয় সমস্যা। আর তাই ভারত ‘অ্যাম্বার’ তালিকাভুক্ত হলেও ভারতীয়দের কোয়ারেন্টাইনে থাকতেই হবে।
আরও পড়ুনঃ করোনায় মৃতের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ,শীর্ষ আদালতে জানালো কেন্দ্র, ব্যয় বহন করবে রাজ্য
অন্যদিকে কেন্দ্র জানিয়েছে, দেশীয় ভ্যাকসিনের জোগান বেশি থাকায় ফাইজার আর মডার্নার মতো বিদেশি টিকা আর আমদানি করা হবে না। এখন প্রশ্ন উঠছে, ব্রিটেনের সংস্থার সঙ্গে হাত মিলিয়েই ভারতে কোভিশিল্ড টিকা তৈরি করেছে পুনের সেরাম ইনস্টটিউট। তবে কি ব্রিটেন নিজের দেশের সংস্থাকেও ভরসা করে না!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584