ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
হাসপাতাল থেকে ছাড়া পেলেন করোনা আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
সংবাদ সংস্থা বিবিসি সূত্রে জানা গেছে কভিড১৯ চিকিৎসার পর আজ তিনি হাসপাতাল ছাড়লেন।কিন্তু তিনি সরাসরি কাজে যোগ দেবেন না, এখন কিছুদিন বিশ্রাম নেবেন।
UK PM Boris Johnson leaves hospital after being treated for coronavirus, but will not immediately return to work https://t.co/0DkFDIg2rr
— BBC Breaking News (@BBCBreaking) April 12, 2020
করোনা পজিটিভ ধরা পড়ার পর ১০ দিন ধরে আইসোলেশনে ছিলেন ৫৫ বছর বয়সী বরিস জনসন। কিন্তু করোনার অন্যতম উপসর্গ জ্বর না কমার কারণে তাঁকে ভর্তি করা হয় রবিবার লন্ডনের একটি বেসরকারি হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় ইনটেনসিভ কেয়ার ইউনিটে। সেখানে অক্সিজেনও দেওয়া হয়ে তাঁকে। তারপর অবস্থার উন্নতি হলে আবার আইসিসিইউ থেকে বের করা হয় তাঁকে। তারপর আজ ছাড়া পেলেন সেই হাসপাতাল থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584