তেহরানে ভেঙে পড়ল যাত্রীবাহী ইউক্রেনীয় বিমান

0
68

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

১৭০-১৮০ যাত্রীবাহী একটি ইউক্রেনীয় বিমান তেহরান বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল। জানা গেছে, উড়ানের কিছুক্ষণ পরই বিমানটি ভেঙে পড়ে।

তেহরানে। চিত্র সৌজন্যঃ এনডিটিভি

জাতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার স্থানীয় সময় ভোর ৫.১৫ নাগাদ তেহরানের ইমাম খোমেইনি বিমানবন্দর থেকে কিয়েভের বোরিস্পিল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল ইউক্রেনিয়ান এয়ারলাইনের বোয়িং ৭৫২ বিমানটির।

কিন্তু এ দিন প্রায় এক ঘণ্টা দেরিতে, সকাল ৬.১২ মিনিটে বিমানটি ছাড়ে। তার কিছুক্ষণ পরই দক্ষিণ-পশ্চিমের পারান্দের কাছে বিমানটি ভেঙে পড়ে। ইরানের সংবাদসংস্থা আইএসএনএ সূত্রে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। জানা গেছে, বিমানটি মাটিতে আছড়ে পড়ার পর বিশাল জোরে শব্দও হয়েছে।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে বলে জানিয়েছে সে দেশের অসামরিক বিমান পরিবহণ বিভাগের মুখপাত্র রেজা কাফরাজাদেও।

তেহরানের আপদকালীন পরিষেবা বিভাগের প্রধান ফিরহোসেন কুলিভান্দ বলেন, ‘‘বিমানে আগুন ধরে গিয়েছে। তবে আমরা লোক পাঠিয়েছি। কিছু মানুষকে বাঁচাতে পারব বলে মনে হচ্ছে।’’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here