নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
প্রচারের পঞ্চাশ দিন পেরিয়ে গেলেও ভোট প্রচারে দেখা যায়নি ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ উমা সরেনকে। গত ১৪ মার্চ পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছিল জামবনির টুলিবড়ের নির্বাচনী মঞ্চে।তারপর আর দেখা মেলেনি ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ উমা সরেনকে।
জেলার বিধায়ক থেকে শুরু করে নেতা-নেত্রীরা সারা জেলা চষে বেড়ালেও উমা সরেনকে দেখতে পাওয়া যায়নি বলে অভিযোগ দলীয় কর্মীদের।
আরও পড়ুনঃ চন্দ্রকোনায় মুখ্যমন্ত্রীর প্রচার অভিযান
মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণার দিন উমাকে পাশে বসিয়ে বসেছিলেন,’ও বলেছে দলের কাজ করতে চাই।’ কিন্তু বাস্তবে উমাকে দেখতে না পাওয়ায় ‘ক্ষোভ’ দেখা দিয়েছে তৃণমূলের অন্দরেই।কিন্তু এদিন বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভায় উমা সরেনকে দেখতে পাওয়া যায়।মুখ্যমন্ত্রীর কাছে ক্রেডিট নিতেই উমা সরেনের আগমন? কিনা এদিন সভা শুরুর আগে বিদায়ী সাংসদ উমা সরেনকে দেখে নিজেদের মধ্যে ‘ক্ষোভ’ ছড়ায় দলীয় নেতা কর্মীদের মধ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584