ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
দিল্লি হিংসায় জড়িত থাকার অভিযোগে রবিবার গভীর রাতে গ্রেপ্তার জেএনইউ এর প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ।
গত ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি দিল্লির হিংসায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদকে। রবিবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
দিল্লির ওই সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় ৫৩ জনের মৃত্যু হয়েছিল। দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তরফে বলা হয়েছে, ধারাবাহিক হিংসার ঘটনায় উমর খালিদ ছিলেন অন্যতম ষড়যন্ত্রকারী। দিল্লি পুলিশ আরও জানিয়েছে, হিংসার ঘটনায় অন্যতম অভিযুক্ত আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুসেনের সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিল উমর খালিদের। দু’জনে মিলিত ভাবে সাম্প্রদায়িক হিংসাকে আরও বাড়ানোর চক্রান্ত করে।
রবিবার সকালেই বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে যে দিল্লির হিংসা মামলার সাপ্লিমেন্টরি চার্জশিটে সিপিএম সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ সীতারাম ইয়েচুরি, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক জয়তী ঘোষ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্বানন্দ ও স্বরাজ অভিযানের নেতা যোগেন্দ্র যাদব ,ভীম আর্মি পার্টির প্রধান চন্দ্রশেখর আজাদের নাম এবং জেএনইউ এর প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের নামও যুক্ত রয়েছে।
দিল্লি পুলিশের বক্তব্য, হিংসায় জড়িত থাকার অভিযোগে ধৃত দেবাঙ্গনা কলিতা সহ আরো কয়েকজনের জবানবন্দিতে উঠে এসেছে সীতারাম ইয়েচুরি সহ অন্যদের নাম। সেই কারণেই সাপ্লিমেন্টরি চার্জশিটে তাঁদের নাম দেওয়া হয়েছে। এবার তদন্ত শুরু হবে।
এই ঘটনা রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা বলে সমালোচনা করেছে সিপিআইএম, “ফ্যাসিবাদের নির্লজ্জ নগ্নরূপের বহিঃপ্রকাশ।” হিসেবে এই ঘটনাকে চিহ্নিত করেছেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584