অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
মেলবোর্ন টেস্টের জয়ের মাঝে চিন্তা ভারতীয় সমর্থকদের জন্য। এবার ভারতের নির্ভরযোগ্য পেসার উমেশ যাদব ছিটকে গেলেন অস্ট্রেলিয়া সফর থেকে। মেলবোর্নে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময় কাফ মাসলে চোট পান উমেশ।
ম্যাচের তৃতীয় দিন এই চোটের ফলে উমেশ মাঠ ছাড়েন। এবার সিরিজের বাকি দুই টেস্ট থেকে তিনি ছিটকে গেলেন। মেলবোর্নে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময় কাফ মাসলে চোট পান উমেশ।
ম্যাচের তৃতীয় দিন এই চোটের ফলে উমেশ মাঠ ছাড়েন। এবার সিরিজের বাকি দুই টেস্ট থেকে তিনি ছিটকে গেলেন। সেই নিয়েই এবার সরকারি ঘোষণা করে দিল বিসিসিআই।
আরও পড়ুনঃ নতুন করোনা সংক্রমনের জন্য মহিলা ভারত-অস্ট্রেলিয়া সিরিজ হচ্ছে না
সংবাদ সংস্থা সূ্ত্রে জানা গিয়েছে এবার দেশে ফিরছেন উমেশ। মেলবোর্নে দ্বিতীয়। আইপিএলে চোট পেয়েছিলেন ইশান্ত। পরে রিহ্যাব করে সুস্থ হলেও তাঁকে নিয়ে বোর্ড নিউজল্যান্ড সফরের মতো ঝুঁকি নেয়নি। এরপর শামি ও উমেশ ছিটকে যাওয়ায় ভারতীয় বোলিং অনেক টা দুর্বল হল পেসবিভাগে দায়িত্ব অনেকটা পড়ল জসপ্রীত বুমরাহর উপর। নটরাজনকে উমেশের বদলি হিসেবে নেওয়া হল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584