কৈলাস সত্য‌ার্থীকে ‘17 Sustainable Development Goals Advocate-র একজন হিসেবে নিয়োগ করলেন আন্তনিও গুতেরাস

0
52

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

নোবেল জয়ী কৈলাস সত্য‌ার্থী-কে রাষ্ট্রপুঞ্জের ‘17 Sustainable Development Goals Advocate’-এর অন্যতম প্রবক্তা হিসেবে নিয়োগ করলেন রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল আন্তনিও গুতেরাস। বিশ্বের সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে ২০৩০ সালের জন্য ১৭ টি লক্ষ্য স্থির করা হয়। তার মধ্যে রয়েছে দারিদ্র, ক্ষুধা অসাম্য দূরীকরণের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা পরিবেশ এসব কিছুই উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে রাষ্ট্রপুঞ্জ।

Kailash Satyarthi
কৈলাস সত্য‌ার্থী, ছবি: সংগৃহীত

ইতিমধ্যে করোনা পরিস্থিতিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুদের জীবন। বেড়েছে শিশু শ্রমিকের সমস্যা। বিশ্ব জুড়ে শিশু শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৬০ মিলিয়নে। রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল এদিন বলেন, ২০৩০ এর সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে যে ১৭ জন প্রবক্তা কাজ করে চলেছেন তাঁরা প্রত্যেকে স্বক্ষেত্রে প্রভাবশালী এবং বিশ্বখ্যাত। করোনা পরিস্থিতির পরে এই প্রায় ১৬০ মিলিওন শিশু শ্রমিক তো তৈরি হয়েছেই পাশাপাশি এই সংখ্যা আরও বাড়ার মত পরিস্থিতিতেও রয়েছে বহু শিশু।

“এই বিষয়ে আশু নজরদারির প্রয়োজন রয়েছে এবং দ্রুত সমাধান করতে হবে এই সমস্যার”, বলেন রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল আন্তনিও গুতেরাস। তিনি বলেন প্রান্তিক শিশুদের এই সমস্যার সমাধান ২০২৫ সালের মধ্যে না করতে পারলে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে এগোনোও দুঃসাধ্য হবে।

আরও পড়ুনঃ রাশিয়ার বিশ্ববিদ্যালয় চত্বরে বন্দুক হানা, মৃত অন্তত ৮, আহত বহু পড়ুয়া

গুতেরাস বলেন, আগামী দু’বছর শিশু দের সমস্যা সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। দরিদ্র দেশগুলির শিশুদের সামাজিক সুরক্ষার জন্য আর্থিক তহবিল প্রয়োজন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন গুতেরাস, ভারতে বাড়ছে মানব পাচার; দৃষ্টি দিতে হবে সেদিকেও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here