“সেনাদের ব্যারাকে ফিরতে হবে”, রাশিয়াকে কড়া বার্তা রাষ্ট্রসংঘের ১১ তম জরুরী অধিবেশনে

0
92

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

রাষ্ট্রসংঘের ১১ তম জরুরী অধিবেশনে রাশিয়ার উদেশ্যে কড়া বার্তা দিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেজ। সোমবার অধিবেশনের শুরুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়, তারপরে শুরু হয় অধিবেশন।

Russia Ukraine conflict

এই অধিবেশনে রাষ্ট্রসংঘের মহাসচিব রাশিয়ার প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “যথেষ্ট হয়েছে। বেড়েই চলেছে হিংসা ফলে মৃত্যু হচ্ছে সাধারণ নাগরিকের। সেনাদের ব্যারাকে ফিরতে হবে। সাধারণ নাগরিকদের রক্ষা করতে হবে।” পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে রাষ্ট্রসংঘের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে রাষ্ট্রসংঘ তাদের সাহায্য করবে। তার মধ্যে ত্রাণ অন্যতম গুরুত্বপূর্ণ সাহায্য যা রাষ্ট্রসংঘ প্রদান করবে।

আরও পড়ুনঃ রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি এবার ভদকা বিক্রিতেও নিষেধাজ্ঞা

ইতিমধ্যে, বেলারুশ সীমান্তে রাশিয়া-ইউক্রেন দুই দেশের মধ্যে দীর্ঘ বৈঠক হয়। প্রথম বৈঠকে কোন রফাসূত্র না বেরোলেও দ্বিতীয় পর্যায়ের শান্তি বৈঠকে সম্মতি জানিয়েছেন রাশিয়া ও ইউক্রেন দুই দেশের রাষ্ট্র প্রধানরা এমনটাই জানা গিয়েছে সংবাদ সংস্থা আরআইএ সূত্রে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here