হাথরাস কাণ্ড নিয়ে এবার সরব রাষ্ট্রসংঘ, পাল্টা প্রতিক্রিয়া ভারতেরও

0
81

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

ছবি সংগৃহীত

হাথরাস কান্ড নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসঙ্ঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর মন্তব্য করেন হাথরাস ও বলরামপুর কাণ্ড আরো একবার মনে করিয়ে দিলো যে ভারতীয় মহিলারা পিছিয়ে ও লিঙ্গ বৈষম্যের ভিত্তিতে তাদেরই নিপীড়িত হওয়ার সম্ভাবনা বেশি।

তবে এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানানো হয় ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে জানান যে সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে রাষ্ট্রসঙ্ঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর যে মন্তব্য করেছেন তা মোটেই কাম্য নয়। সরকার এই ধরনের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। বাইরের কোনো এজেন্সির কাছে এ বিষয়ে মন্তব্য অপ্রত্যাশিত।ভারতীয় সংবিধান প্রত্যেক নাগরিককে সমান অধিকার দেয় এবং ইতিহাস ঘাটলে প্রত্যেক নাগরিকের সুবিচার পাওয়ার ভুরি ভুরি উদাহরণ পাওয়া যাবে।

অন্যদিকে হাথরাস কাণ্ড নিয়ে দেশ যখন উত্তাল তখন হাথরাস কান্ডের পিছনে বিদেশি শক্তির ষড়যন্ত্র দেখছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here