বিস্ময়কর বৃদ্ধি! গত ১বছরে আদানির সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৭৪১ শতাংশ

0
47

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

গৌতম আদানির কোম্পানি আদানি গ্রীণ এনার্জির গত বছরের রিটার্ণ ৭৪১%। শেয়ারের দাম ২৪% বেড়ে দাঁড়ালো শেয়ার প্রতি ₹৩৯৬। আদানি গ্রীণ এনার্জি, সোলার এনার্জি করপোরেশন অফ ইন্ডিয়ার ( SECI) একটি ৮ গিগাওয়াট সৌরবিদ্যুৎ তৈরির প্রোজেক্ট পায় গত বছর।

Gautam Adani | newsfront.co
গৌতম আদানি। ফাইল চিত্র

তারপর এই রিনিউএবল এনার্জি কোম্পানির রিটার্ন বেড়ে দাঁড়িয়েছে ৭৪১%। ৪৫ হাজার কোটি টাকার এই প্রজেক্ট স্বাক্ষরিত হয় ৮ জুন ২০২০, তারপরই সংস্থার শেয়ার প্রতি মূল্য বেড়ে হয় ₹ ৩৯৬ অর্থাৎ ২৪% বৃদ্ধি।

আরও পড়ুনঃ এমন একদিনও যায় না যেদিন মিথ্যা বলেন না! প্রধানমন্ত্রীকে তোপ ফারুকের

আদানি গ্রীন এনার্জি লিমিটেড স্টক বাজারে লিস্টেড হয় ২০১৮ সালে জুন মাসে। এই সময়ের মধ্যে কোম্পানির প্রতি শেয়ার এর মূল্য ₹২৯ থেকে বেড়ে হলো ₹৩৯৬; আদানি গ্রীন এনার্জি লিমিটেডের বাজার মূলধন ₹ ৫৭, ৯৪৭ কোটি, গত ২৭ জুন কোম্পানির মুখপাত্র জানান, আরও ₹২৫০০০ কোটি মূলধন বাজার থেকে তোলার অনুমোদন পাওয়া গিয়েছে শেয়ার হোল্ডারদের কাছ থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here