তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার নবগ্রামের নিমগ্রামে অস্বাভাবিক মৃত্যু ২১ বছর বয়সী এক গৃহবধূর। স্থানীয় সূত্রের খবর, মৃত ওই গৃহবধূর নাম তুঞ্জেরা খাতুন। একই গ্রামের বাসিন্দা ইউসুফ সেখের সঙ্গে তুঞ্জেরা খাতুনের বিয়ে হয় প্রায় চার বছর আগে। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। বিয়ের কয়েকমাস পর থেকেই দুজনের মধ্যে পারিবারিক অশান্তি লেগেই থাকে।

জানা গেছে, তুঞ্জেরা খাতুন ও তার স্বামী ইউসুফের নিমন্ত্রণ ছিল ওই গ্রামেরই এক দাদার বাড়িতে। বুধবার সকাল সাড়ে ১০ টার সময় সেখানে একাই খেতে যান ওই গৃহবধূ এবং পরে ফোন করে তার স্বামীকে খাবার খেতে আসার জন্য ডাকা হয়। ইউসুফ মদ্যপ অবস্থায় থাকায় ফোন করে গালাগালি করতে থাকেন এবং তুঞ্জেরা খাতুনকে তাড়াতাড়ি চলে আসতে বলেন। এরপর তুঞ্জেরা খাতুনের বাড়ি যেতে একটু দেরি হলে তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। আর সেই ঝামেলাকে কেন্দ্র করেই খুন করে ইউসুফ বলে অভিযোগ জানিয়েছে ওই গৃহবধূর পরিবার। ইউসুফের পরিবারের সমস্ত লোককেই যথাযথ শাস্তি দেওয়া হোক বলে দাবি জানিয়েছে গৃহবধূর পরিবার।

অপরদিকে অভিযুক্ত ইউসুফের পরিবারের দাবি যে, তুঞ্জেরা খাতুন বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এরপর গতকাল রাতেই অভিযুক্ত ইউসুফ শেখকে আটক করে নবগ্রাম থানার পুলিশ বলে খবর।
আরও পড়ুনঃ বেলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই বন্ধুর, শোকের ছায়া
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584