অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
এমনিতে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ হয় না। আর এবারে এশিয়া কাপে ভারত-পাক সিরিজ হওয়া নিয়েও অনিশ্চয়তা। ২০২১ সালে ঠাসা ক্রীড়াসূচি বিরাট কোহলিদের। টেস্ট থেকে টি-টোয়েন্টি, সব ফর্ম্যাটের ম্যাচই খেলতে হবে বেশি সংখ্যক।
এমন পরিস্থিতিতে তাই এশিয়া কাপ থেকে নাম তুলে নেওয়ার চিন্তা ভাবনা করছে বিসিসিআই। যদিও অতিরিক্ত ক্রিকেট নয় সূত্রের খবর বোর্ড সচিব জয় শাহর ইচ্ছাতেই পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে মুখোমুখি না হওয়ার জন্য এই সিদ্ধান্ত নিতে চলেছে ভারত। ফলে ফের একবার ভারত-পাক মহারণ থেকে বঞ্চিত থাকবেন ক্রিকেট ভক্তরা।
আরও পড়ুনঃ ইনিংসে পাঁচ উইকেট দখল করে নজির সিরাজের
২০১৯ সালে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। বরাবরের মতো সেবার ও জয় পায় ভারত যদিও পুলওয়মা হামলার জন্য সেই ম্যাচ ভারতের খেলা নিয়েও প্রশ্ন ওঠে।
আরও পড়ুনঃ দশ জনে খেলে চেন্নাই ম্যাচ ড্র ইস্টবেঙ্গলের
গত বছর হওয়ার কথা ছিল এশিয়া কাপ কিন্তু করোনার জন্য সেটা বাতিল হয়ে চলতি বছর অগাস্ট মাসে দুবাই হওয়ার কথা ঠিক হয়। ভারত না খেললে এশিয়া কাপ লোকসানে পড়বে তাই আইসিসি ও এশিয়া ক্রিকেট কাউন্সিল চেষ্টা করবে ভারতকে এশিয়া কাপ খেলতে রাজি করাতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584