আনিসুর রহমান, কোলকাতাঃ-
এখনো ঝুলে রইল পঞ্চায়েত ভোটের ভাগ্য।রাজ্য নির্বাচন কমিশন প্রথমে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে রাজ্যে তিনদফায় ভোট হবে। পরে আবার সেই বিজ্ঞপ্তি বাতিল হয়ে যায় এবং রাজ্য সরকারের পরামর্শে একদফায় ভোটের দিন হিসেবে ১৪মে দিনটি স্থির করে পুণরায় বিজ্ঞপ্তি দেয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল সিপিআইএম ও কংগ্রেস। অন্যদিকে, কমিশনের বিরুদ্ধে PDS, সিপিআইএম, বিজেপি আদালত অবমাননার মামলা করে সিঙ্গল বেঞ্চে।
আজ সেই মামলার শুনানি হয়। বিচারপতি সুব্রত তালুকদারের সিঙ্গল বেঞ্চ বলে, ১৪ মে ভোটের দিন ঘোষণা করা হয়েছে। তাই সিঙ্গল বেঞ্চ এই মামলায় হস্তক্ষেপ করবে না। এই মামলার বিচার করবেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আগামী৪ই মে।
ফলে, পঞ্চায়েত ভোটের দিন নিয়ে ফের ষংশয় তৈরি হল।আপাতত তাকিয়ে থাকতে হবে৪ই মে’র দিকে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584