চন্দ্রকোনায় পথ দুর্ঘটনায় কাকা- ভাইপোর মৃত্যু

0
120

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

লক্ষ্মী পুজোর বাজার সেরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল কাকা ভাইপোর । শুক্রবার সকালে পথ দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল- চন্দ্রকোনা রাজ্য সড়কের চন্দ্র কোনা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের চুড়িরপুকুর এলাকায়।

bus accident | newsfront.co
দুর্ঘটনাস্থল ৷ নিজস্ব চিত্র

পুলিশ জানায় মৃত ব্যক্তি লালু দাস, ও রাজু দাস একই পরিবারের সদস্য । মৃত দুই জন চন্দ্রকোনা টাউন থানার মদনমোহন পুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায় যে ঘাটাল থেকে চন্দ্রকোনাগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতবেগে আসার সময় বিপরীত দিক থেকে বাইকে করে আসা কাকা- ভাইপোকে সজোরে ধাক্কা মারে, তারপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দেবাশীষ মণ্ডল নামে এক যুবককে ধাক্কা মারে।

dead body | newsfront.co
নিজস্ব চিত্র

তিন জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকরা রাজু দাস ও লালু দাসকে মৃত বলে ঘোষণা করে । দেবাশীষ মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । আহত যুবকের বাড়ি চন্দ্রকোনা পুরসভার চুড়িরপুকুর এলাকায় ।

আরও পড়ুনঃ বিড়ির আগুন থেকে দুর্ঘটনা, কান্দিতে মৃত্যু বৃদ্ধের

ওই ঘটনার ফলে দীর্ঘক্ষণ ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয় । ঘটনাস্থলে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চন্দ্রকোনা টাউন থানার পুলিশ মৃত রাজু দাসও লালু দাসের দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ বাসটিকে আটক করেছে, বাসের চালক পলাতক। সেইসঙ্গে পুলিশ বাসটিকে আটক করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে যে, বাড়ির লক্ষ্মী পুজোর জন্য শুক্রবার সকালে রাজু দাস তার ভাইপো লালু দাস কে নিয়ে চন্দ্রকোনা টাউনের বাজারে বাজার করতে এসেছিল। লক্ষ্মী পুজোর বাজার করার পর তারা যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন ওই দুর্ঘটনাটি ঘটে। মূহুর্তের মধ্যে বিষয়টি চারিদিকে ছড়িয়ে পড়ে। মদনমোহন পুরে ওই দুর্ঘটনার খবর পৌঁছানোর পর তার পরিবারের লক্ষ্মী পুজোর আনন্দ মূহুর্তের মধ্যে উধাও হয়ে যায়, গোটা পরিবারে বিষাদের ছায়া নেমে আসে।

আরও পড়ুনঃ বাটানগরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী অজ্ঞাত পরিচয় ব্যক্তি

প্রতিবছরের ন্যায় এবছর ও পারিবারিক লক্ষ্মীপুজো উপলক্ষে তারা বাজার করতে গিয়েছিল। কিন্তু ওই মর্মান্তিক ঘটনায় একই পরিবারের কাকা ও ভাইপোর মৃত্যুতে পুজোর অনুষ্ঠান বন্ধ হয়ে যায় । ওই দুর্ঘটনার ফলে মৃত দুই জনের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here