বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের কাকা, ভাইপোর মৃত্যু

0
92

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের কাকা ও ভাইপোর মৃত্যু ঘটেছে ও দুজন গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দেড়িয়াচক অঞ্চলের সাপুয়া গ্রামে। জানা গিয়েছে মৃত ব্যক্তিদের নাম অশিত বরণ সাহু, বয়স আনুমানিক ৫৫ বছর ও অপর জনের নাম শুভেন্দু সাহু, বয়স আনুমানিক ৩০বছর। আহত হয়েছেন অশোক সাহু ও অর্পনা সাহু।

electric | newsfront.co
নিজস্ব চিত্র

পরিবার সূত্রে জানা যায় বাড়ির সামনে পুকুরে স্নান করতে নেমেছিলেন অশিতবাবু , ঠিক সেই সময় পুকুরে পা ধুতে নেমেছিল শুভেন্দু বাবু। এমন সময় পুকুরের পাড় দিয়ে যাওয়া ইলেকট্রিকের তার ছিঁড়ে পুকুরে পড়ে যায়। ঘটনার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন অসিত বাবু এবং শুভেন্দু বাবু। এদের দুজনকে বাঁচাতে জলে ঝাঁপ দেয় অশোক বাবু ও অর্পনা দেবী।

আরও পড়ুনঃ করোনার কবলে সৌরভের দাদা

কোনক্রমে এলাকাবাসীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। তড়িঘড়ি সকলকে প্রথমে মেচেদা ও পরে এক বেসরকারি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাদের দুজনকে তমলুক নিয়ে যাওয়ার পথে মৃত্যু ঘটে।

তবে অশোক বাবু ও অর্পনা দেবীকে স্থানীয় নন্দাইগাজন উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। একই পরিবারের দুই জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা সাপুয়া গ্রামে। ইলেকট্রিক দফতরের চরম গাফিলতির অভিযোগ তুলছে এলাকাবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here