নিজস্ব সংবাদদাতা,নবদ্বীপঃনবদ্বীপ থানার কাষ্ঠশালি চরায় জমি বিবাদে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কাকাকে খুন করার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। মৃত ব্যক্তির নাম হযরত শেখ বয়স(৫৯)। বাড়ি কাস্টশালী চরায়।মঙ্গলবার নবদ্বীপ থানায় সকালে বাবাকে নৃশংসভাবে খুন করার অভিযোগ দায়ের করেছেন ছেলে নবা সেখ।অভিযোগ জ্যাঠামশাই এর ছেলে সাকের আলি শেখের নামে খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের ছেলে নবা শেখ।মঙ্গলবার নবদ্বীপ থানায় মৃত বাবার সামনে দাঁড়িয়ে ছেলে নবা শেখ অভিযোগ করলেন যে দীর্ঘদিন ধরে আমাদের জমি দখল করে নিতে বারবার চাপ দিয়ে আসছিল আমার জ্যাঠা মশাইয়ের ছেলেরা। যদিও দীর্ঘদিন আগেই আমার ঠাকুরদা আমাদের জমি ভাগ বন্টন করে দিলেও জ্যাঠামশাইয়ের ছেলেরা একথা মানতে নারাজ।
বারবার আমাদের জমি দখল করে নেওয়ার চেষ্টা করে। সোমবার সারাদিনব্যাপী জমি দখলকে কেন্দ্র করে দফায় দফায় নানা ধরনের বিতর্ক এবং গন্ডগোলের ঘটনা ঘটে। জ্যাঠামশাইয়ের ছেলেরা আমার বাবার উপর বারবার হামলা চালায়। বাবা সোমবার সন্ধ্যেবেলায় জমি থেকে সাইকেলে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে রাজার চরারমাঠের মধ্যে জ্যাঠামশাইয়ের ছেলে সাকের আলি শেখ ওরফে ভোলা ধারালো দা দিয়ে নৃশংসভাবে প্রথমে চাওয়ালে , মাথায় ঘাড়ে সারা শরীরের এলোপাতাড়ি কোপায়।ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় হযরত শেখের।আরও জানা গিয়েছে যে ঘটনাস্থল থেকেই কাকা কে খুন করার অপরাধে ভাইপোকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা।
নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুবীর কুমার পাল জানিয়েছেন যে মৃতদেহটি এদিন কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে ময়নাতদন্ত হয়।
এছাড়াও খুনের অভিযোগে আটক করা হয়েছে সাকেরআলি শেখকে। আটক ব্যক্তিকে জেরা এবং জিজ্ঞাসাবাদ চলছে।এই নৃশংস খুনের পেছনে আর কোন কারন আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।আসন্ন পঞ্চায়েত ভোটের আগে গ্রামে এই ধরনের ঘটনা ঘিরে নানান বিতর্কের সূত্রপাত হয়েছে বলে গ্রাম সূত্রে জানা গিয়েছে।
তবে গ্রামবাসীরা এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এই খুনের পিছনে রাজনৈতিক কোনো রকম যোগসূত্র নেই। গ্রামে পুলিশ টহল দিচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584