মনিরুল হক, কোচবিহারঃ
এক সাপুড়িয়ার কাছ থেকে একটি বিরল প্রজালির সাপ সহ আরও ৩টি সাপ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নং ব্লকের চিলাখানা ২ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘোগার কুঠি নতুন বাজার সংলগ্ন এলাকার বারুণীর হাটে।
আরও পড়ুনঃ ফের ঘোষিত লকডাউন এড়াতে প্যারিসের রাস্তায় ৭০০কিমি ট্র্যাফিক জ্যাম
ঘটনার খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং সাপ গুলিকে উদ্ধার করে।স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বারুণীরহাটে এক সাপুরে সাপের খেলা দেখাচ্ছিল। সেই সময় ওই অঞ্চলের এক সর্পপ্রেমী তথা পরিবেশ প্রেমী বাসুদেব রায় ওই স্থানে উপস্থিত হন এবং সেই সাপুরের কাছ থেকে সাপ গুলির নানা গল্প শুনতে থাকেন। এরপর তিনি কথায় কথায় জানতে পারেন। ওই সাপুরের কাছে একটি বিষধর গোখরো সাপ বিষ দাঁত ভাঙা অবস্থায় আছে , আরেকটি বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় সাপ আছে।
আরও পড়ুনঃ বেহাল শ্মশান, ক্ষুব্ধ জটেশ্বরের স্থানীয় বাসিন্দারা
এছাড়াও তার কাছে, লাউডগা সাপ ও দাড়াস সাপের বাচ্চা আছে। কথা বলে জানতে পারেন যে তার কাছে বেশ কয়েকটি জ্যান্ত সাপ আছে । তৎক্ষণাৎ তিনি তলিগুড়ি রেঞ্জের দায়িত্বে থাকা বিট অফিসার বাল্মীকি বাবুকে খবর দেন। প্রায় আধ ঘন্টার মধ্যেই তিনি ঘটনাস্থলে উপস্থিত হন এবং সাপ গুলিকে উদ্ধার করে সংরক্ষণের জন্য নিয়ে যান।
এই ঘটনায় বন দফতর জানিয়েছেন, তারা সাপগুলিকে সযত্নে উদ্ধার করেছেন এবং অভিযুক্ত সাপুরেকে জিজ্ঞাসাবাদ করবার জন্য দফতরে নিয়ে যেতে চাইছিলেন। কিন্তু বাসুদেব বাবুর অনুরোধে পর তাকে ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনায় স্থানীয়রা জানিয়েছেন, সাপের খেলা দেখানো আইনত দণ্ডনীয় অপরাধ কিন্তু তবুও গ্রাম্য এলাকায় এই ঘটনা পুনরাবৃতি বারবার হচ্ছে। এভাবে দোষিদের ছেড়ে দিলে তারা পরবর্তীতে এইসব কাজ আরও বেশি করে করবে। আইন অন্য কথা বললেও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ায় জনগন ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584