পল্লব দাস,বহরমপুরঃ
মুর্শিদাবাদ জেলায় অনূর্ধ্ব সতেরো কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো,জেলাস্তরে পাঁচটি,মহকুমাস্তরে প্রায় ১৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।বহরমপুর শহরের ঐতিহাসিক ব্যারাক স্কোয়ার ময়দানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বহরমপুর ,ডোমকল, জঙ্গিপুর, কান্দি, লালবাগের বিভিন্ন স্কুল থেকে ছাত্র ছাত্রীদের নিয়ে দল তৈরি করা হয়।তারপর বাছাই করা হয় মহকুমার জন্য।আজ এই পাঁচটি মহকুমাভিত্তিক দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।
ছেলে দের মধ্যে জঙ্গিপুর আর মেয়েদের মধ্যে জয়ী হয় লালবাগ মহকুমার দল। ১২ জন খেলোয়াড় কে নিয়ে জেলা টিম তৈরি হবে।মুর্শিদাবাদ বিদ্যালয় ক্রীড়া সংঘ এই খেলা পরিচালনা করে।এই খেলা থেকে সেরা দলের ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি হবে মুর্শিদাবাদ জেলার অনূর্ধ্ব ১৭ কাবাডি দল,যারা পরবর্তীতে রাজ্য স্তরে খেলবে।ব্যারাক স্কোয়ারে খেলোয়াড়রা ছাড়াও উপস্থিত ছিলেন বিচারক মন্ডলী ও স্কুল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ড সুপর্ণা রায়,জেলা স্কুল সেক্রেটারি অমৃত বসাক প্রমুখ।ডোমকল মহকুমার রথীন্দ্রনাথ মন্ডল জানান তারা মুর্শিদাবাদের টিম নিয়ে আশাবাদী,খুব ভালো খেলেছে ছেলে এবং মেয়েরা।আগামী ১লা সেপ্টেম্বর অনূর্ধ্ব ১৪ ও ১৯ এর খেলা আছে ব্যারাক স্কোয়ার ময়দানে।এই খেলা খুব রোমাঞ্চকর হতে চলেছে বলে জানান বিদ্যালয় ক্রীড়া পরিচালক সংঘ। বৃষ্টির মধ্যে প্রাথমিক কিছুটা অসুবিধা হলেও খেলা সম্পন্ন হয় নির্বিঘ্নেই।
খেলোয়াড়রা জানায় তারা এখানে খেলতে এসে খুব আনন্দিত,নিজের জেলাকে রাজ্য স্তরে উপস্থাপন করবার ইচ্ছের কথা জানালো। ক্লাব ক্রিকেট, ফুটবল নিয়ে যে পরিমান উদ্যোগ দেখা যায় সেরকম ই খো-খো কাবাডির মতো খেলা গুলোতে আরো প্রশাসনিক সাহায্য পেলে জেলায় অনেক তরুণ প্রতিভারা উঠে আসবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584