হরষিত সিং, মালদহঃ
মালদহ জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদের উদ্যোগে মালদা ক্লাব প্রাঙ্গণে ৬৪ তম পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় তাইকোন্ডো অনুর্ধ ১৭ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হলো শনিবার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিধায়ক তথা ইংরেজ বাজার পৌরসভার পৌরপতি নিহার রঞ্জন ঘোষ, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশীষ কুন্ডু,কাউন্সিলর শুভময় বসু,বেঙ্গল অ্যামেচার তাইকেন্ডোর সম্পাদক রূপকমল নন্দী,মালদা ক্লাবের সভাপতি অঞ্জন কৃষ্ণ পাল সহ অন্যান্য ক্রীড়াবিদরা।রাজ্যের ২৩টি জেলার ১৮৭ জন প্রতিযোগী বালক বালিকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।এখানে যে প্রতিযোগিরা চাম্পিয়ান হবে তারা কেন্দ্র স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ছেলে মেয়েদের আগ্রহ বাড়াতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন রাজ্যজুড়ে। তারই অংশ হিসেবে মালদায় তাইকোন্ডও প্রতিযোগিতা শুরু হল শনিবার থেকে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিযোগিরা জানান, এই ধরনের প্রতিযোগিতা হওয়ায় তারা প্রত্যেক খেলোয়াররা উৎসাহিত হয়ে আগামী দিনে আরো উঁচু স্তরে খেলতে যাওয়ার প্রচেষ্টা চালাবো।
আরও পড়ুনঃ লরির পেছনে লরির ধাক্কা, আহত চার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584