দেশে বাড়ছে বেকারত্বঃরিপোর্ট

0
74
ছবি সৌজন্যে-The Law Offices of Kenneth P. Carp

ওয়েবডেস্কঃ

সম্প্রতিকালে বিএলএফ এর প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী দেশে বেকারত্বের হার শহরাঞ্চলে ৭.১% ও গ্রাম অঞ্চলে ৫.৮ %। রিপোর্টে উল্লেখিত , ১৯৯৩-৯৪ সাল পর্যন্ত ভারতে প্রথম পুরুষ কর্মীসংখ্যা সংকোচন হয়েছে । এনএসএসও এর হিসাব অনুযায়ী এই বেকারত্ব ২১.৯ থেকে ৩০.৪ কোটির কাছাকাছি পৌঁছেছিল ।

তবে বিশেষজ্ঞদের মতে এই বিপুল বেকারত্বের কারণ পর্যাপ্ত চাকরির অভাব। উল্লেখ্য, পিএলএফএস এর দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরি হওয়া ২০১৭-১৮-র এনএসএসও রিপোর্ট এখনও সরকারি ভাবে প্রকাশিত হয়নি ।এই রিপোর্ট অনুযায়ী মাত্র পাঁচ বছরে শহরাঞ্চলে পুরুষ কর্মীর সংখ্যা কমেছে ৪০ লক্ষ এবং গ্রামাঞ্চলে ৪ লক্ষ ৩০ হাজার। গ্রামাঞ্চলের মহিলারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই অঞ্চলের মহিলাদের মধ্যে বেকারত্ব বেড়েছে ৬৮%। আর শহরাঞ্চলের পুরুষদের মধ্যে বেকারত্ব বেড়েছে ৯৬ %।

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, কেন্দ্র সরকার রিপোর্ট প্রকাশে বাধা দেওয়ায় জাতীয় স্ট্যাটিস্টিকাল কমিশনের সভাপতি পিসি মোহন এবং কমিশনের সদস্য জে ভি মীনাক্ষী গত ডিসেম্বরেই পদত্যাগ করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here