ওয়েবডেস্কঃ
সম্প্রতিকালে বিএলএফ এর প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী দেশে বেকারত্বের হার শহরাঞ্চলে ৭.১% ও গ্রাম অঞ্চলে ৫.৮ %। রিপোর্টে উল্লেখিত , ১৯৯৩-৯৪ সাল পর্যন্ত ভারতে প্রথম পুরুষ কর্মীসংখ্যা সংকোচন হয়েছে । এনএসএসও এর হিসাব অনুযায়ী এই বেকারত্ব ২১.৯ থেকে ৩০.৪ কোটির কাছাকাছি পৌঁছেছিল ।
তবে বিশেষজ্ঞদের মতে এই বিপুল বেকারত্বের কারণ পর্যাপ্ত চাকরির অভাব। উল্লেখ্য, পিএলএফএস এর দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরি হওয়া ২০১৭-১৮-র এনএসএসও রিপোর্ট এখনও সরকারি ভাবে প্রকাশিত হয়নি ।এই রিপোর্ট অনুযায়ী মাত্র পাঁচ বছরে শহরাঞ্চলে পুরুষ কর্মীর সংখ্যা কমেছে ৪০ লক্ষ এবং গ্রামাঞ্চলে ৪ লক্ষ ৩০ হাজার। গ্রামাঞ্চলের মহিলারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই অঞ্চলের মহিলাদের মধ্যে বেকারত্ব বেড়েছে ৬৮%। আর শহরাঞ্চলের পুরুষদের মধ্যে বেকারত্ব বেড়েছে ৯৬ %।
ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, কেন্দ্র সরকার রিপোর্ট প্রকাশে বাধা দেওয়ায় জাতীয় স্ট্যাটিস্টিকাল কমিশনের সভাপতি পিসি মোহন এবং কমিশনের সদস্য জে ভি মীনাক্ষী গত ডিসেম্বরেই পদত্যাগ করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584